Z-Morh Tunnel Kashmir: 'আপনি কথা রাখেন,' হঠাত্‍ মোদীর ভূয়সী প্রশংসায় INDIA জোট শরিক ওমর

আজ অর্থাত্‍ সোমবার জম্মু-কাশ্মীরে সোনমার্গে Z-Morh টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিও। সেই অনুষ্ঠানেই মোদীর প্রশংসা শোনা গেল ওমর আব্দুল্লার গলায়।

Advertisement
'আপনি কথা রাখেন,' হঠাত্‍ মোদীর ভূয়সী প্রশংসায় INDIA জোট শরিক ওমরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ
হাইলাইটস
  • মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওমর
  • মোদীকে কথা রাখার জন্য ধন্যবাদ জানালেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী
  • কোথাও কোনও কারচুপি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নেই

INDIA জোটে যে বড় ভাঙন ধরেছে, তা মালুম হচ্ছে গত কয়েক সপ্তাহের গতিপ্রকৃতিতে। বিশেষ করে দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসকে রীতিমতো একঘরে করে AAP-কে সমর্থন করছে বিরোধী দলগুলি। এহেন পরিস্থিতিতে হঠাত্‍ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। INDIA জোটের অন্যতম শরিক ওমর।

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওমর

আজ অর্থাত্‍ সোমবার জম্মু-কাশ্মীরে সোনমার্গে Z-Morh টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিও। সেই অনুষ্ঠানেই মোদীর প্রশংসা শোনা গেল ওমর আব্দুল্লার গলায়। কাশ্মীরে শান্তিপূর্ণ ভাবে ভোট করানোর জন্য মোদীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, আপনি ৪ মাসেই প্রতিশ্রুতি পালন করেছেন। কোনও রকম অশান্তি ছাড়াই কাশ্মীরে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

মোদীকে কথা রাখার জন্য ধন্যবাদ জানালেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ওমরের কথায়, 'আপনি আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীনগরে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বলেছিলেন, কাশ্মীরকে দিল কি দূরি ও দিল্লি কি দূরি শেষ করবেন। আপনার কথা কাজেও দেখা যাচ্ছে। আপনি বলেছিলেন, খুব শীঘ্রই নির্বাচন হবে কাশ্মীরে, ৪ মাসের মধ্যেই ভোট করালেন। একটি নব নির্বাচিত সরকারের জন্যই আজ মুখ্যমন্ত্রী হিসেবে এই মঞ্চে কথা বলছি।'

কোথাও কোনও কারচুপি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নেই

তিনি বলেন, নির্বাচনে জনগণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং কোথাও কোনও কারচুপি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়নি। ওমর আবদুল্লা আরও বলেন, 'প্রধানমন্ত্রী, আপনি জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। লোকেরা আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে এবং আমি তাদের মনে করিয়ে দিচ্ছি যে প্রধানমন্ত্রী মোদী তাঁর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পূরণ করেছেন। আমি নিশ্চিত যে শীঘ্রই এই প্রতিশ্রুতিও পূরণ হবে এবং জম্মু ও কাশ্মীর আবারও এই দেশের একটি রাজ্য হবে।'

ওমর বলেন, প্রধানমন্ত্রী মোদীর চেষ্টায় সীমান্তে যুদ্ধবিরতির ফলে প্রত্যন্ত অঞ্চলগুলি অনেক উপকৃত হয়েছে। তিনি বলেন, মাচিল, গুরেজ, কর্নাহ বা কেরান হোক, বেশি পর্যটকের আগমনে মানুষ উন্নয়ন ও পর্যটনের দিক থেকে উপকৃত হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে সোনামার্গে জেড-মোরএইচ টানেল চালু হওয়ার সঙ্গে সঙ্গে, উপরের অঞ্চলের লোকেদের আর সমতল ভূমিতে যাতায়াত করতে হবে না, কারণ সারা বছর রাস্তা সংযোগ পাওয়া যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement