Ramban cloudburst: চামোলির পর ফের জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টিতে রামবানে বিপর্যয়; ৩ জনের মৃত্যু

মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। এবার রামবান। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার রাজগড় এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

Advertisement
চামোলির পর ফের জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টিতে রামবানে বিপর্যয়; ৩ জনের মৃত্যুরামবানে মেঘ ভাঙা বৃষ্টিতে ধস

মেঘ ভাঙা বৃষ্টিতে ফের বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। এবার রামবান। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার রাজগড় এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

প্রশাসনের মতে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে কিছু বাড়ি বন্যার জলে সম্পূর্ণভাবে ভেসে গেছে। পরিস্থিতি দেখে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য উদ্ধারকারী দলগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় ক্রমাগত অনুসন্ধান অভিযান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অস্থায়ী ত্রাণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত দল পাঠানো হবে। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে নদী ও খালগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে কারণে প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দিন কয়েক আগে জম্মুর ডোডায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানে একেবারে ধুয়ে সাফ হয়ে যায় এলাকার পর এলাকা। এরপর বৈষ্ণোদেবীর যাত্রাপথে প্রবল ধসে হয় মৃত্যু মিছিল।  ধসে চাপা পড়ে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৩৪। আরও বহু মানুষ নিখোঁজ হয়ে পড়ে। উদ্ধারকাজ চলতে থাকে।
 

POST A COMMENT
Advertisement