J&K Encounter: কাশ্মীরে ১৫ ঘণ্টায় ৩ সংঘর্ষ, কিশতওয়ারে শহিদ জওয়ান, সোপোরে খতম জঙ্গি

প্রথম সংঘর্ষের ঘটনা শ্রীনগরের উপকণ্ঠে জাবারওয়ান বনাঞ্চলে। দুই থেকে তিনজন জঙ্গি সেখানে লুকিয়ে ছিল। কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় সেনা। তারপর অভিযান বন্ধ করা হয়। কারণ জঙ্গিরা জাবারওয়ান পাহাড়ের জঙ্গলে পালিয়ে গিয়েছে। দ্বিতীয় ঘটনাটি কিশতওয়ারের।

Advertisement
কাশ্মীরে ১৫ ঘণ্টায় ৩ সংঘর্ষ, কিশতওয়ারে শহিদ জওয়ান, সোপোরে খতম জঙ্গিজম্মু-কাশ্মীরে সংঘর্ষ
হাইলাইটস
  • ১৫ ঘণ্টায় এনকাউন্টারের তিন-তিনটি সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটল।
  • সোপোরে এক সন্ত্রাসবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মীরে গত ১৫ ঘণ্টায় এনকাউন্টারের তিন-তিনটি সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটল। সোপোরে এক সন্ত্রাসবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী। অন্যদিকে,কিশতওয়ারের দু'তরফে গুলির লড়াইয়ে শহিদ এক প্যারা ট্রুপার। আহত চার প্যারা জওয়ান।

প্রথম সংঘর্ষের ঘটনা শ্রীনগরের উপকণ্ঠে জাবারওয়ান বনাঞ্চলে। দুই থেকে তিনজন জঙ্গি সেখানে লুকিয়ে ছিল। কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় সেনা। তারপর অভিযান বন্ধ করা হয়। কারণ জঙ্গিরা জাবারওয়ান পাহাড়ের জঙ্গলে পালিয়ে গিয়েছে। দ্বিতীয় ঘটনাটি কিশতওয়ারের। এখানকার দুর্গম জঙ্গলে লুকিয়ে ছিল জঙ্গিরা। গুলির লড়াইে শহিদ হন নায়েব সুবেদার রাকেশ কুমার। চার প্যারা জওয়ান আহত। তৃতীয় ঘটনাটি সোপারের। সেনার গুলিতে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী।


কিশতওয়ারে জখম ৪ জওয়ান

বলি রাখি, রবিবার সকাল ১১টায় কিশতওয়ারে শুরু হয় গুলির লড়াই। জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সেনা ও পুলিশের যৌহবাহিনী। সেনাবাহিনীর জম্মু স্থিত হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে জানায়, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশতওয়ারের ভারত রিজ এলাকায় যৌথ অভিযান করে সেনা ও পুলিশ।  ওপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়। শুরুতে সেনাকর্তারা জানিয়েছিলেন, জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৪ জওয়ান। তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে। তাঁদের তিনজনের অবস্থাই 'সঙ্কটজনক'। একজন প্যারা ট্রুপার শহীদ হয়েছেন। 

শ্রীনগরের জঙ্গলে জঙ্গিরা

শ্রীনগরের জঙ্গলে লুকিয়েছিল দুই থেকে তিনজন সন্ত্রাসী। সেনার এক কর্তা জানিয়েছেন,সকাল ৯টা নাগাদ দাচিগাম এবং নিশাত এলাকার উপরের অঞ্চলগুলির সঙ্গে সংযোগকারী বনাঞ্চলে সংঘর্ষ শুরু হয়। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান। সেন্ট্রাল কাশ্মীরের ডিআইজি রাজীব পান্ডে জানান, এলাকায় দুই থেকে তিনজন জঙ্গিকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে দুর্গম এলাকা হওয়ায় সঠিক অবস্থান জানা যায়নি। সেনার ওপর গুলি চালানো হয়েছে। এই অভিযান এখন বন্ধ করা হয়েছে। জাবারওয়ান পাহাড়ের জঙ্গলে পালিয়ে গিয়েছে জঙ্গিরা।

সোপোরে খতম এক জঙ্গি 

Advertisement

শনিবার (৯ নভেম্বর) রাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয় সোপোরে। এক সন্ত্রাসীকে খতম করেছে সেনা। কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছে, বারামুলার সোপোর এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্য আসে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। তল্লাশি অভিযানের সময় গুলি চালায় ওই জঙ্গি। জবাব দেয় বাহিনী। খতম এক জঙ্গি। 

POST A COMMENT
Advertisement