Jammu Terrorist Attack: রাতের অন্ধকারে রাজৌরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, গুরুতর জখম এক জওয়ান

Jammu terrorist attack: ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। রবিবার গভীর রাতে রাজৌরির আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত হামলা চালাল  সন্ত্রাসবাদীরা। সঙ্গে সঙ্গে গুলিতে পাল্টা জবাব দেন সেনা-জওয়ানরা। এর ফলে বেশি দূর এগোতে পারেনি জঙ্গিরা। দুই পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর জখম হয়েছেন।

Advertisement
জম্মু: রাতের অন্ধকারে রাজৌরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, গুরুতর জখম এক জওয়ান
হাইলাইটস
  • রবিবার গভীর রাতে রাজৌরির আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত হামলা চালাল  সন্ত্রাসবাদীরা।
  • সঙ্গে সঙ্গে গুলিতে পাল্টা জবাব দেন সেনা-জওয়ানরা। 
  • এর ফলে বেশি দূর এগোতে পারেনি জঙ্গিরা। একটু পরেই জঙ্গিরা পিছু হটে।

Jammu terrorist attack: ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। রবিবার গভীর রাতে রাজৌরির আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত হামলা চালাল  সন্ত্রাসবাদীরা। সঙ্গে সঙ্গে গুলিতে পাল্টা জবাব দেন সেনা-জওয়ানরা। এর ফলে বেশি দূর এগোতে পারেনি জঙ্গিরা। একটু পরেই জঙ্গিরা পিছু হটে। তাদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। দুই পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর জখম হয়েছেন।

রাত ৩.৩০ নাগাদ, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুদূর বুধল এলাকায় গুন্ডা গ্রামে একটি নতুন স্থাপিত সেনা ক্যাম্পে সন্ত্রাসবাদীদের একটি দল গুলি চালাতে শুরু করে। সতর্ক জওয়ানরা পাল্টা জবাব দেন। এর ফলে আরও বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়।

তবে রাতের অন্ধকারে জঙ্গিরা পালিয়ে যায়। এরপরেই গোটা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। এই ঘটনায় গুরুতর জখম এক জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সেনা ক্যাম্পটি ভিলেজ ডিফেন্স গ্রুপের সদস্য পুরুষোত্তম কুমারের বাড়ির কাছেই। পুরুষোত্তম কুমার সম্প্রতি শৌর্য্য চক্রের সম্মান পেয়েছেন। ২০২৩ সালে এই একই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, এদিন পুরো গ্রাম জুড়েই আক্রমণ চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের। কিন্তু সদা সজাগ সেনা সদস্যদের পাল্টা জবাবে সেই প্ল্যান বাতিল করেই পালিয়ে যায় জঙ্গিরা। এই হামলায় ২ থেকে ৩ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement