পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে তৈরি হয়েছে পলিটিক্যাল স্ট্র্য়াটেজিস্ট প্রশান্ত কিশোরের গঠিত সরকার। জানলে অবাক হবেন, এই ১০ রাজ্য থেকে পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়েছেন এই ভোটকুশলী?
বর্তমানে বিহারের জন সুরজ দলের আহ্বায়ক ও প্রাক্তন নির্বাচনী ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজেই বড় তথ্য প্রকাশ্যে আনেন। বলেন, তিনি যখন ভোটকুশলীর ভূমিকায় ছিলেন, তখন কোনও দল বা নেতাকে মাত্র একটি পরামর্শ দেওয়ার জন্য তিনি ১০০ কোটি টাকার বেশি ফি নিতেন। তিনি আরও বলেন, দশটি রাজ্যে তাঁর গঠিত সরকার চলছে।
প্রশান্ত কিশোর ৩১ অক্টোবর বেলাগঞ্জে বিহারের উপ-নির্বাচনের প্রচারের সময় নিজের সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। আগামী ১৩ নভেম্বর বিহারের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে, যেখানে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রশান্ত কিশোর বেলাগঞ্জ, ইমামগঞ্জ, রামগড় এবং তারারি এই চারটি আসনেই প্রার্থী দিয়েছেন।
'আমি ১০০ কোটি টাকা নিই শুধু পরামর্শ দেওয়ার জন্য'
গত ৩১ অক্টোবর প্রশান্ত কিশোর বেলাগঞ্জে জন সুরজ প্রার্থী মহম্মদ আমজাদের সমর্থনে প্রচার করতে গিয়ে বলেন, তাঁকে সবসময় প্রশ্ন করা হয় তিনি দলের প্রচারের টাকা কোথা থেকে পাচ্ছেন? এর উত্তরে তিনি বলেছিলেন, তিনি কোনও দল বা দলের নেতাকে পরামর্শ দেওয়ার জন্য ফি হিসাবে ১০০ কোটি টাকারও বেশি নিতেন।
'আমি ১০টি রাজ্যে সরকার গঠন করেছি': প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর আরও বলেন, “প্রশান্ত কিশোরের তৈরি সরকার যদি ১০টি রাজ্যে চলে, তবে আমাদের প্রচারের জন্য তাঁবু বসানোর জন্য আমরা টাকা পাব না? আপনি কি আমাদের এত দুর্বল মনে করেন? বিহারে যতটা কেউ শোনেনি, আমরা যদি কাউকে নির্বাচনে পরামর্শ দিই, আমাদের পারিশ্রমিক ১০০ কোটি টাকা বা তার বেশি।" এও বলেন, আমরা ২ বছর আমাদের প্রচারের জন্য তাঁবু খাটিয়ে রাখব। বিনিময়ে আমরা যদি মাত্র একটি নির্বাচনে গিয়ে কাউকে পরামর্শ দিই, তাহলে সব টাকা একদিনেই চলে আসবে।
প্রসঙ্গত, সর্বভারতীয় রাজনীতিতে ভোট কৌশলবিদ হিসেবে প্রশান্ত কিশোর এক পরিচিত নাম। অতীতে তিনি নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, কে চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডির মতো নেতাদেরও নির্বাচন কৌশল পরিচালনা করেছেন। কিন্তু বিহারে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি পুরোদমে রাজনীতিতে করছেন।