India Pakistan War News পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণের বলি এবার জম্মু-কাশ্মীরের এক সরকারি আধিকারিক। শনিবার সকালে রাজৌরি সেক্টরে হামলায় নিহত হয়েছেন সেখানকার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা। একইসঙ্গে আহত হয়েছেন আরও দুই সরকারি কর্মী।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স পোস্টে তিনি জানান, শুক্রবারই ওই আধিকারিক সেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন ত্রাণ শিবিরে। তাঁর সঙ্গে অনলাইনেও কথা বলেছিলেন ওই আধিকারিক। ওমর আবদুল্লা বলেন, 'রাজৌরি থেকে ভয়াবহ খবর। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তান গোলাবর্ষণ করেছে। এই হামলায় আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপ্পা নিহত হন। তাঁর বাসভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা আমার নেই।'
ভোর রাত থেকে জম্মুতে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে জম্মু, রাজৌরি এবং পুঞ্চ এলাকাতেও। আহত হয়েছেন একাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িও। এই পরিস্থিতিতে কাশ্মীরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'জম্মুর সকলের কাছে আমার আর্জি, দয়া করে ঘরে থাকুন অথবা নিকটবর্তী কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিন। গুজবে কান দেবেন না। তথ্য যাচাই না করে কোনও খবর ছড়াবেন না। আমরা সকলে একজোট থাকলে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করবই।'
অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনা জম্মুর কাছে অবস্থিত পাকিস্তানের পোস্ট, জঙ্গিঘাঁটি ধ্বংস করে ফেলেছে। এই পোস্ট থেকেই টিউব ড্রোন লঞ্চ করা হত।
এর আগে অবশ্য। পাকিস্তান বিনা প্ররোচনায় জম্মুতে হামলা চালিয়েছে। জনবসতি এলাকায় লাগাতার গোলাবর্ষণ করছে তারা। ফিরোজপুরে পাক ড্রোন হামলায় আহত আরও তিন জন নাগরিক।