Next CJI Surya Kant: দেশের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত, 'অনুচ্ছেদ ৩৭০' বিলোপের রায়ের বেঞ্চেও ছিলেন

সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই তাঁর উত্তরসূরির জন্য সুপারিশ পাঠালেন। তাঁর পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সূর্য কান্ত। তিনি ২৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন বলেই খবর।

Advertisement
দেশের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত, 'অনুচ্ছেদ ৩৭০' বিলোপের রায়ের বেঞ্চেও ছিলেনসুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত
হাইলাইটস
  • প্রধান বিচারপতি বিআর গাভাই তাঁর উত্তরসূরির জন্য সুপারিশ পাঠালেন
  • তাঁর পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সূর্য কান্ত
  • তিনি ২৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন বলেই খবর

সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই তাঁর উত্তরসূরির জন্য সুপারিশ পাঠালেন। তাঁর পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সূর্য কান্ত। তিনি ২৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন বলেই খবর।

আসলে বর্তমান প্রধান বিচারপতি গাভাইয়ের পর অভিজ্ঞতার বিচারে এগিয়ে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। তাই তিনি যোগ্য হিসাবেই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখযোগ্যভাবে, প্রধান বিচারপতির নিয়োগ মেমোরেন্ডাম অফ প্রসিডিওর (এমওপি) অনুসরণ করে হয়। এটির মাধ্যমে নির্ধারিত হয় কীভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারকদের নিয়োগ হবে। শুধু তাই নয়, বিচারপতিদের বদলি বা পদোন্নতিও হয় এর মাধ্যমেই।

বিচারপতি সূর্য কান্ত কে?

১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সূর্য কান্ত। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ হিসাবে কাজ করেছেন। আর সেই তিনিই ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

তবে বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করার আগে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কাজ করেছেন সূর্য কান্ত। শুধু তাই নয়, তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্বও সামলেছেন বলে জানা যাচ্ছে।

তিনি ১৯৮১ সালে হিসারের গভার্নমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে স্নাতক ডিগ্রি পান। তারপর ১৯৮৪ সালে আইন পাশ করেন রোহতেকর মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে। সেই বছরই হিসারের জেলা কোর্টে তিনি প্র্যাকটিস শুরু করেন। তার পরের বছর চলে আসেন চণ্ডীগড়। এই সময় থেকেই তিনি পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে প্র্যাকটিস শুরু করেন।

২০১৮ সালে তাঁকে হিমাচল প্রদেশ হাই কোর্টের চিফ জাস্টিস করা হয়। তারপর ২০১৯ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে কর্মরত। তিনি ২০২৭-এর ৯ ফেব্রুয়ারি অবসর নেবেন।

সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর থেকে তিনি প্রায় ১ হাজারের বেশি মামলায় রায়দান করেছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা শুনেছেন। যেমন ধরুন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে সমর্থন করেছিল যেই বেঞ্চ, তাতেও ছিলেন বিচারপতি কান্ত।

Advertisement

তিনি রাঁচির ন্যাশনাল ইউনিভার্সিটি অব স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল-এর ভিজিটর। এছাড়াও নানা পদে রয়েছেন তিনি।

POST A COMMENT
Advertisement