Kalyan Banerjee: '৯০ রানে এসে ইনিংস ডিক্লেয়ার,' ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় 'অপারেশন সিঁদুর' নিয়ে সংসদের বাদল অধিবেশনের বিতর্কসভায় নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন। কেন যুদ্ধ জেতার মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ।

Advertisement
 '৯০ রানে এসে ইনিংস ডিক্লেয়ার,' ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ কল্যাণেরকল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'অপারেশন সিঁদুর' নিয়ে সংসদের বাদল অধিবেশনের বিতর্কসভায় বক্তব্য কল্যাণের
  • কেন যুদ্ধ জেতার মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সংঘর্ষবিরতি করলেন?
  • সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কেন সংঘর্ষবিরতি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 'অপারেশন সিঁদুর' নিয়ে বিতর্কে অংশ নিয়ে বক্তব্য রাখতে উঠে প্রশ্ন করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় সংসদে বক্তব্য রাখেন তিনি। 

পহেলগাঁওতে কীভাবে সশস্ত্র সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অমিত শাহ কী করছিলেন? তাঁর BSF-CISF কী করছিল? গুলি করার পর ৪ জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল? অমিত শাহ বসে বসে দেখলেন? এত অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রক ভারত কখনও দেখেননি।' তিনি আরও বলেন, '১০০ জঙ্গি নাকি মেরেছেন, আরে ৪ জন জঙ্গি তাহলে কোথায় গেল? একটা জঙ্গি ধরতে পারলেন না? এখনও পর্যন্ত ব্যর্থ অজিত ডোভালকে কেন রেখে দেওয়া হয়েছে? বিরোধীদের পিছনে ED-CBI লাগানোর জন্য উনি খুব দক্ষ আর পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে পড়ল তখন উনি স্তব্ধ।'

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, 'কী পাহারাদার আপনি! ৪ জন জঙ্গি এসে গুলি করে চলে গেল, আপনি কী পাহারা দিলেন? দয়া করে আর পাহারা দেবেন না আরও ক্ষতি হয়ে যাবে।'

এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘর্ষবিরতি নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন সংসদে। তিনি বলেন, '৭ থেকে ১০ মে সকল ভারতবাসী অপেক্ষা করছিলাম, বারবার নানা খবর পাচ্ছিলাম। সকলে জানিয়েছি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। সকলেই উজ্জীবিত। আমরা ভেবেছিলাম পাক অধিকৃত কাশ্মীর বুঝি আমরা ছিনিয়ে নিয়ে আসব। তারপর আচমকাই ১০ মে দুপুর সাড়ে ৩টের সময়ে শুনলাম সংঘর্ষবিরতি। কখনও শুনেছেন ৯০ রানে করে কেউ ইনিংস ডিক্লেয়ার করে দেয়?' প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন, 'সে সময়ে যুদ্ধ বিরতি ঘোষণা করা চূড়ান্ত ভুল মনে হয়েছিল। সকলের মনের ইচ্ছা আপনি অবদমিত করেছেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। সকলে ভেবেছিল আপনি এর চূড়ান্ত দফারফা করবেন, পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনব আমরা। এর জবাব আপনাকে দিতেই হবে।'

Advertisement

তৃণমূল সাংসদ এরপরই তোলে মার্কিন প্রেসিডেন্টের দাবির প্রসঙ্গ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'লজ্জায় আমাদের মাথা কাটা গিয়েছে যখন দেখলাম ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করছেন। আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন? পরে নানা দিক থেকে বিবৃতি এসেছে, মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে এটা হয়নি। তবে প্রধানমন্ত্রী কেন একবারও কিছু বললেন না? আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার ৫৬ ইঞ্চির ছাতি ৩৬-এ কেন পৌঁছে যায়? আর উচ্চতা নেমে হয়ে যায় ৫ ইঞ্চি। অত্যন্ত লজ্জার।'

 

POST A COMMENT
Advertisement