Kamal R Khan Arrested: গ্রেফতার অভিনেতা কামাল আর খান, গুলি চালানোর অভিযোগ, টার্গেট ছিলেন কে?

ওশিওয়ারা ফায়ারিং কাণ্ডে অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খানকে (কেআরকে) গ্রেফতার করল পুলিশ। তাঁকে অন্ধেরি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ১৮ জানুয়ারি এই অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিকে আটক করে পুলিশ। তার উপর মুম্বইয়ের অন্ধেরির ওশিওয়ারার একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে। 

Advertisement
গ্রেফতার অভিনেতা কামাল আর খান, গুলি চালানোর অভিযোগ, টার্গেট ছিলেন কে?কামলা আর খান গ্রেফতার
হাইলাইটস
  • ওশিওয়ারা ফায়ারিং কাণ্ডে অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খানকে (কেআরকে) গ্রেফতার করল পুলিশ
  • তাঁকে অন্ধেরি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে
  • ৮ জানুয়ারি এই অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিকে আটক করে পুলিশ

ওশিওয়ারা ফায়ারিং কাণ্ডে অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খানকে (কেআরকে) গ্রেফতার করল পুলিশ। তাঁকে অন্ধেরি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

১৮ জানুয়ারি এই অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিকে আটক করে পুলিশ। তার উপর মুম্বইয়ের অন্ধেরির ওশিওয়ারার একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে। 

আধিকারিকদের মতে, এই ফ্ল্যাটে থাকেন পরিচালক ও লেখক নীরজ কুমার মিশ্র (বয়স ৪৫)। আবার মডেল প্রতীক বেইদও (২৯ বছর) ওই ফ্ল্যাটেই বসবাস করেন। আর সেই ফ্ল্যাটেই ফায়ারিংয়ের অভিযোগ ওঠে। ছড়ায় চাঞ্চল্য। 

কে গুলি চালিয়েছে, এই বিষয়টা প্রথম বুঝতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। সেখান থেকে জানা যায় যে কেআরকে-ই গুলি চালিয়েছিলেন। তারপরই স্টুডিও থেকে আটক করা হয় এই অভিনেতাকে। 

পুলিশের তরফে কী জানান হয়েছে? 
পুলিশ সূত্রে খবর, কেরআরকে-কে গুলি চালানোর অভিযোগে প্রথমে আটক করা হয়। তারপর থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদে কেআরকে স্বীকার করেছেন যে নিজের লাইসেন্স থাকা বন্দুক দিয়েই তিনি গুলি চালিয়েছেন। 

কাউকে আঘাত করতে গুলি চালাননি
গুলি চালানোর কথা স্বীকার করেছেন কেআরকে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি তাঁর বন্দুক পরিষ্কার করছিলেন। তখনই বন্দুকটিকে পরীক্ষা করতে বাড়ির সামনের বিরাট ম্যানগ্রোহ অরণ্যে লক্ষ্য করে তিনি ফায়ার করে বসেন। 

অভিনেতা পুলিশকে জানান, প্রথমে তিনি ভেবেছিলেন গুলিটা চলে যাবে ম্যানগ্রোভের দিকে। তবে সেই সময় বেশ হাওয়া চলছিল। যেই কারণে গুলিটা কিছুটা সরে গিয়ে ওশিওয়ারার একটি বিল্ডিংয়ে গিয়ে লাগে। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। 

কামাল আর খান কে? 
নিজেকে চলচ্চিত্র সমালোচক বলতেই আগ্রহী কেআরকে। তাঁকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় একাধিক ফিল্মের নিন্দা করতে দেখা যায়। শুধু তাই নয়, বলিউডের স্টারদের বাক্যবাণে বিঁধতেও তাঁর জুড়ি মেলা ভার। 

এছাড়া তিনি একাধিক ফিল্মেও অভিনয় করেছেন। তাঁর শেষ ফিল্ম ছিল দেশদ্রোহী। এছাড়া তিনি প্রোডিউসার হিসাবেও কাজ করেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement