Kapil Sharma: 'বম্বে নয়, মুম্বই,' কপিল শর্মাকে সতর্ক করল রাজ ঠাকরের MNS

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ফের একবার নামবদল ইস্যুতে সরব হল। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে বারবার ‘বোম্বে’ শব্দ ব্যবহার করায় আপত্তি তুলেছে এমএনএস। দলের নেতা আমে খোপকার স্পষ্ট জানিয়েছেন, '১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্র বোম্বের নাম সরকারি ভাবে মুম্বই করে দিয়েছে। তারপরও বহু সেলিব্রিটি, রাজনীতিবিদ কিংবা টিভি শো-তে পুরনো নাম ব্যবহার করা অসম্মানজনক।'

Advertisement
'বম্বে নয়, মুম্বই,' কপিল শর্মাকে সতর্ক করল রাজ ঠাকরের MNS
হাইলাইটস
  • মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ফের একবার নামবদল ইস্যুতে সরব হল।
  • জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে বারবার ‘বোম্বে’ শব্দ ব্যবহার করায় আপত্তি তুলেছে এমএনএস।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ফের একবার নামবদল ইস্যুতে সরব হল। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে বারবার ‘বোম্বে’ শব্দ ব্যবহার করায় আপত্তি তুলেছে এমএনএস। দলের নেতা আমে খোপকার স্পষ্ট জানিয়েছেন, '১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্র বোম্বের নাম সরকারি ভাবে মুম্বই করে দিয়েছে। তারপরও বহু সেলিব্রিটি, রাজনীতিবিদ কিংবা টিভি শো-তে পুরনো নাম ব্যবহার করা অসম্মানজনক।'

সম্প্রতি শো-এর একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী হুমা কুরেশি তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শহরটিকে ‘বোম্বে’ বলেন। সেই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এমএনএস কর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং সতর্কবার্তা দেন,  ভবিষ্যতে শুধুমাত্র ‘মুম্বই’ নাম ব্যবহার করতে হবে।

এমএনএস-এর এই বক্তব্যে নতুন বিতর্ক দানা বাঁধছে। যদিও কপিল শর্মা কিংবা তাঁর দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। উল্লেখ্য, নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে সম্প্রতি সঞ্জয় দত্ত ও সুনীল শেঠির মতো তারকারা উপস্থিত ছিলেন। শো-তে কপিল ছাড়াও অর্চনা পুরান সিং, সুনীল গ্রোভার, কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেক নিয়মিত অংশ নেন।
 

 

POST A COMMENT
Advertisement