Karnataka Menstrual Leave: পিরিয়ডের জন্য মাসে ১ দিন ছুটি পাবেন কর্মরতা মহিলারা, ঘোষণা কর্ণাটক সরকারের

মহিলা ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কর্ণাটক সরকার। এখন থেকে সেই রাজ্যের কর্মরতা মহিলারা মাসে ১ দিনের 'মেনস্ট্রুরাল লিভ' (পিরিয়ডের সময় ছুটি) পাবেন। আর ভারতের প্রথম রাজ্য হিসাবে কর্ণাটকই প্রথম এই ঘোষণা করল। 

Advertisement
পিরিয়ডের জন্য মাসে ১ দিন ছুটি পাবেন কর্মরতা মহিলারা, ঘোষণা কর্ণাটক সরকারের
হাইলাইটস
  • কর্মরতা মহিলারা মাসে ১ দিনের 'মেনস্ট্রুরাল লিভ' (পিরিয়ডের সময় ছুটি) পাবেন
  • ভারতের প্রথম রাজ্য হিসাবে কর্ণাটক এই ঘোষণা করল
  • নারী কর্মচারীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটাই হল এই ঘোষণার প্রধান লক্ষ্য

মহিলা ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কর্ণাটক সরকার। এখন থেকে সেই রাজ্যের কর্মরতা মহিলারা মাসে ১ দিনের 'মেনস্ট্রুরাল লিভ' (পিরিয়ডের সময় ছুটি) পাবেন। আর ভারতের প্রথম রাজ্য হিসাবে কর্ণাটক এই ঘোষণা করল। 

সরকারের তরফে দাবি করা হয়েছে, নারী কর্মচারীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটাই হল এই ঘোষণার প্রধান লক্ষ্য। পাশাপাশি মহিলারা যাতে সহজভাবে চাকরি করে যেতে পারেন, সেটাও নিশ্চিত করতে চাইছে সরকার।

এই নীতিটি ২০২৪ সালের একটি প্রাথমিক প্রস্তাব থেকেই তৈরি হয়েছে। আগের প্রস্তাবটি অনুযায়ী, প্রতি বছর ৬টি করে পিরিয়ডের ছুটির কথা বলা হয়েছিল। যদিও বর্তমান আইনে বছরে ১২ দিনের সবেতন ছুটি প্রদান করার কথা বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, মেনস্ট্রুরাল ছুটির নীতি ২০২৫ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটির মাধ্যমে মহিলারা পিরিয়ড চলাকালীন প্রতি মাসে  ১ দিনের সবেতন ছুটি পাবেন। আর এই নীতি এখন থেকেই কার্যকর করা হল বলে খবর।


অর্থাৎ এখন থেকে প্রতি মাসে ১ দিন, ১২ মাসে ১২টি ছুটি পাবেন মহিলারা। আর এই ছুটি নিলে তাদের মাইনে কাটা যাবে না। বরং তারা সেই দিনের বেতন পাবেন। 

কারা ছুটি পাবেন?
সেই রাজ্যের যে কোনও কর্মরত মহিলা ছুটি পাবেন। সেক্ষেত্রে সরকারি কর্মচারী থেকে শুরু করে বহুজাতিক সংস্থা, আইটি ফার্ম এবং অন্যান্য বেসরকারি সংস্থাতেও মিলবে এই ছুটি। 

এই প্রসঙ্গে কর্ণাটক সরকারের শ্রমমন্ত্রী সন্তোষ ল্যাড জানান, 'আমরা মহিলাদের জন্য মেনস্টুরাল লিভ চালু করলাম। এটা অত্যন্ত আধুনিক একটি আইন। এর মাধ্যমে মহিলারা বছরে ১২টি ছুটি পাবেন নিতে পারেন। তারা একসঙ্গে ১২টা ছুটি নিতে পারেন অথবা প্রতিমাসে ১ টা করে।'

খুবই ভালো উদ্যোগ
প্রতিমাসেই পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয় মহিলাদের। এই সময় তাঁরা একাধিক সমস্যার সম্মুখীন হন। তাদের পিছু নেয় মাথা ব্যথা, মুড ঠিক না থাকা ও দুর্বলতার মতো সমস্যা। যার ফলে এই সময়টা অনেক মহিলাই কাজ করতে পারেন না। তবে এতদিন ছুটি নেওয়ার উপায় না থাকায়, তাদের না চাইতেও কাজ করতে হতো। যদিও কর্ণাটক সরকার এই বিলটা পাশ করানোর পর অন্তত সেই রাজ্যের মহিলাদের আর এই বিষয়ে কষ্ট পেতে হবে না। তাঁরা অনায়াসে এই ছুটি নিতে পারবেন। 

Advertisement

এখন দেখার যে কর্ণাটকের পর আর কোন কোন এমন আইন পাশ করে।

 

POST A COMMENT
Advertisement