scorecardresearch
 

Karnataka Election Result 2023 : কর্ণাটকে চলছিল মুখ্যমন্ত্রীর বৈঠক, আচমকাই ঢুকে পড়ল সাপ! VIDEO

কর্ণাটকে চলছে বিধানসভা নির্বাচনের গণনা (Karnataka Result 2023)। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কংগ্রেস ১১৬টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৭২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ৩০টি আসনে এবং ৬টি আসনে এগিয়ে অন্যান্যরা। গত ১০ মে বিধানসভা নির্বাচন হয় কর্ণাটকে (Karnataka Election 2023)। 

Advertisement
সাপ ঘিরে চাঞ্চল্য সাপ ঘিরে চাঞ্চল্য
হাইলাইটস
  • কর্ণাটকে ভোট গণনা
  • এগিয়ে কংগ্রেস
  • মুখ্যমন্ত্রীর বৈঠকস্থলে ঢুকে পড়ল সাপ

চলছে কর্ণাটক নির্বাচনের গণনা (Karnataka Election Result 2023)। এরই মাঝে সামনে এল বড় খবর (2023 Election Result In Karnataka)। বিজেপি প্রার্থী শিবরাজ সজ্জনের বাড়িতে ঢুকে পড়ল সাপ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সবচেয়ে বড় কথা, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মই। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। এরপর দ্রুত সাপটিকে সেখান থেকে বের করা হয়। 

চলছে ভোটগণনা
কর্ণাটকে চলছে বিধানসভা নির্বাচনের গণনা (Karnataka Result 2023)। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কংগ্রেস ১১৬টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৭২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ৩০টি আসনে এবং ৬টি আসনে এগিয়ে অন্যান্যরা। গত ১০ মে বিধানসভা নির্বাচন হয় কর্ণাটকে (Karnataka Election 2023)। 

এই নির্বাচনে দুর্নীতিকে প্রধান ইস্যু করে প্রচারে নামে কংগ্রেস। অন্যদিকে বিজেপি প্রথমে বিকাশ ও পরে বজরংবলি-ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইতে নামে। সিএম বাসবরাজ বোম্মাই শিগগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ইয়াসির আহমেদ খান পাঠান। সিএম বাসভরাজ বোম্মাই টানা চতুর্থবারের মতো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওই আসনে এগিয়ে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই ওই আসনে বাড়তি নজর রয়েছে রাজনৈতিকমহলের। 

প্রসঙ্গত, ৬টি বুথ ফেরৎ সমীক্ষার ৫টিতেই দেখান হয়েছিল যে, এবার কর্ণাটকে বৃহত্তম দল হতে পারে কংগ্রেস। শুধুমাত্র একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, বৃহত্তম দল হতে পারে বিজেপি। একনজরে সেই সমীক্ষাগুলি আরও একবার দেখে নেওয়া যাক। 

ইন্ডিয়া টুডে - অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বিজেপি - ৬২ থেকে ৮০ আসন
কংগ্রেস - ১২২ থেকে ১৪০ আসন
জেডিএস - ২০ থেকে ২৫ আসন
অন্যান্য - ০ থেকে ৩ আসন

Advertisement

জন কি বাত
বিজেপি - ৯৪ থেকে ১১৭ আসন
কংগ্রেস - ৯১ থেকে ১০৬ আসন
জেডিএস - ১৪ থেকে ২৪ আসন
অন্যান্য - ০ থেকে ২ আসন

ম্যাট্রিক্স
বিজেপি - ৭৯ থেকে ৯৪ আসন
কংগ্রেস - ১০৩ থেকে ১১৮ আসন
জেডিএস - ২৫ থেকে ৩৩ আসন
অন্যান্য - ২ থেকে ৫ আসন

PMARQ
বিজেপি - ৮৫ থেকে ১০০ আসন
কংগ্রেস - ৯৪ থেকে ১০৮ আসন
জেডিএস - ২৪ থেকে ৩২ আসন
অন্যান্য - ২ থেকে ৬ আসন

সি-ভোটার
বিজেপি - ৬৬ থেকে ৮৬ আসন
কংগ্রেস - ৮১ থেকে ১০১ আসন
ডেজিএস - ২০ থেকে ২৭ আসন
অন্যান্য - ০ থেকে ৩ আসন

পোলস্ট্রেট
বিজেপি - ৮৮ থেকে ৯৮ আসন
কংগ্রেস - ৯৯ থেকে ১০৯ আসন
জেডিএস - ২১ থেকে ২৬ আসন
অন্যান্য - ০ থেকে ৪ আসন
 

আরও পড়ুন - স্বস্তির ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়? রইল পূর্বাভাস 

 

Advertisement