কর্নাটকে বাস দুর্ঘটনাবড়দিনে এল মর্মান্তিক খবর। চলন্ত বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ন'জনের। দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গের হিরিয়ুর তালুকের জাতীয় সড়কের কাছে গোরলাট্টু এলাকায়। আগুনে ঝলসে মৃত্যু হয় ৯ জন যাত্রীর। আহত অন্তত ২১। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
বেঙ্গালুরু থেকে গোকর্ণগামী একটি স্লিপার কোচ বাস দ্রুতগতির একটি লরির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে আগুন ধরে যায়।
খবরে বলা হয়, বাসটি বেঙ্গালুরু থেকে ছাড়ে। রাত ২টোর দিকে, বাসটি গোরলাট্টু গ্রামের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে, হিরিয়ুর থেকে বেঙ্গালুরুগামী একটি লরি হঠাৎ রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। উল্টোদিকে এসে সরাসরি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর বাসের ভেতরে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক যাত্রী জোরে চিৎকার করতে শুরু করে এবং বেরিয়ে আসার চেষ্টা করে।
আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে হিরিয়ুর এবং চিত্রদুর্গ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।