বন্ধুর সঙ্গে ১০ হাজার টাকার বাজি, জল ছাড়া মদ খেয়ে মৃত্যু যুবকের

বন্ধুর সঙ্গে বাজি ধরে ছিল যুবক। শর্ত ছিল ৫ বোতল মদ জল ছাড়া খেলে তাঁকে দেওয়া হবে নগদ ১০ হাজার টাকা। সেই মোতাবেক মদ ঢকঢক করে খেয়েও নেন তিনি। কিন্তু পরিণতি হল মারাত্মক।

Advertisement
বন্ধুর সঙ্গে ১০ হাজার টাকার বাজি,  জল ছাড়া মদ খেয়ে মৃত্যু যুবকের karnataka Man Dies
হাইলাইটস
  • ১০ হাজার টাকার জন্য প্রাণ গেল যুবকের
  • ৫ বোতল নিট মদ খেয়ে মৃত্যু

বন্ধুর সঙ্গে বাজি ধরে ছিল যুবক। শর্ত ছিল ৫ বোতল মদ জল ছাড়া খেলে তাঁকে দেওয়া হবে নগদ ১০ হাজার টাকা। সেই মোতাবেক মদ ঢকঢক করে খেয়েও নেন তিনি। কিন্তু পরিণতি হল মারাত্মক। মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনা কর্ণাটকের কোলার জেলার পূজারাহল্লা গ্রামের। মৃতের নাম কার্তিক (২১)। 

কার্তিক যে বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন তাঁর নাম ভেঙ্কাটা রেড্ডি। দুজনে ছোটোবেলার বন্ধু। একই গ্রামের বাসিন্দা। ভেঙ্কাটার সঙ্গে বাজি ধরে রবিবার রাতে পরপর ৫ বোতল মদ খায় কার্তিক। তাও জল ছা়ড়া। তার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান কার্তিক। তাঁকে নিকটবর্তি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হয়। তবে মারা যান তিনি। 

কার্তিকের মৃত্যুর জেরে অথৈ জলে তাঁর স্ত্রী। বছর খানেক আগেই বিয়ে করেছিলেন ওই যুবক। মাত্র নদিন আগে তাঁর স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। এখন তিনি কীভাবে সন্তানকে প্রতিপালন করবেন, তার কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। 

এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন বেপরোয়াভাবে যাতে কেউ মদ্যপান না করেন, সেজন্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই এলাকায় প্রচার চালানো হয়েছে। 

এই ধরনের ঘটনা সামনে এলেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যালকোহলের অপব্যবহার নিয়ে সতর্ক করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, অ্যালকোহল সেবনের কোনও নিরাপদ মাত্রা নেই। বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করা যায়নি। তবে WHO সাফ জানিয়েছে, যে কোনও পরিমাণ মদ্যপান স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত নয়। যার মধ্যে ক্যান্সারও রয়েছে। 

WHO-র মতে, এখনও পর্যন্ত এমন কোনও গবেষণা সামনে আসেনি যেখান থেকে প্রমাণিত হয়, অল্প বা বেশি মদ্যপান থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। তবে এক ফোঁটা মদ্যপান থেকেও ক্ষতি হতে পারে। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

 

POST A COMMENT
Advertisement