India Pakistan News: 'আমায় বোমা দিন মোদী-শাহ... ফিঁদায়ে হামলা চালাব পাকিস্তানে', কর্নাটকের মন্ত্রীর Viral VIDEO

বদলার আগুনে ফুঁসছেন কর্নাটকের সংখ্যালঘু মন্ত্রী জামির আহমেদ খান। আত্মঘাতী বোমা হিসেবে তিনি পাকিস্তানে গিয়ে হামলা চালাতে চান। মোদী-শাহের থেকে চাইলেন অনুমতি।

Advertisement
'আমায় বোমা দিন মোদী-শাহ... ফিঁদায়ে হামলা চালাব পাকিস্তানে', কর্নাটকের মন্ত্রীর Viral VIDEOIndia Pakistan News
হাইলাইটস
  • আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তানে যেতে চান কর্নাটকের সংখ্যালঘু মন্ত্রী
  • মোদী-শাহের থেকে চাইলেন বোমা
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কর্নাটকের মন্ত্রীর মন্তব্য

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে অশান্তির আবহ। ২৬ জন পর্যটককে গুলি ঝাঁঝরা করে দেওয়ার দৃশ্যে কেঁপে উঠেছে গোটা দেশ। বদলার আগুনে ফুঁসছেন সকলেই। এই আবহে এবার শোরগোল ফেলে দেওয়ার মতো দাবি করলেন কর্নাটকের আবাস ও সংখ্যালঘু মন্ত্রী জমির আহমেদ খান। তাঁর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আত্মঘাতী বোমা হিসেবে যেতেও প্রস্তুত তিনি। 

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে জমির আহমেদ খান বলেন, 'পাকিস্তান ভারতের চিরশত্রু দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুমতি দিলে যুদ্ধে আত্মঘাতী বোমা হিসেবে যেতেও রাজি।' তাঁর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। কেউ কেউ বিষয়টি নিয়ে হাসাহাসিও করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কর্নাটকের মন্ত্রীর মন্তব্য। 

তিনি আরও বলেন, 'আমি ভারতীয়। পাকিস্তানের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।  পাকিস্তান বরাবরই আমাদের শত্রু।  মোদী, শাহ এবং কেন্দ্র সরকার আমায় অনুমতি দিলে পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত। আমার বোমা দিন। ফিদায়েঁ হামলা চালাব পাকিস্তানে।'

পহেলগাঁওয়ের বৈসরণে নিহত পর্যটকদের মধ্যে অধিকাংশই হিন্দু। নিহদের পরিবারের সদস্যদের দাবি, জঙ্গিরা তাঁদের ধর্ম পরিচয় জেনে গুলি চালিয়েছিল। সন্ত্রাসীদের জন্য এ দেশের মুসলিমদের ঘৃণা করা অনুচিত বলেই জানিয়েছেন অধিকাংশ নিহতের পরিবার। সেই আবহে কর্নাটকের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর বক্তব্য, 'যুদ্ধের জন্য আমি তৈরি। নিজে যাব যুদ্ধক্ষেত্রে। প্রয়োজন পড়লে আত্মঘাতী বোমা হতেও প্রস্তুত। আমি মজা করছি না। আল্লা কসম আমি আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তান যাব।' ধর্মের ঊর্ধ্বে উঠে পহেলগাঁওয়ের হামলার নিন্দায় সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় সুরক্ষা নিয়ে সরকারের বড় পদক্ষেপ করার সময় হয়েছে বলেও মনে করছেন এই মন্ত্রী। 

 

 

POST A COMMENT
Advertisement