উঠছে নৈশ কার্ফু, সোমবার থেকে স্কুল খুলছে এই রাজ্যে

Karnataka Covid Situation: সিনেমাহল আপাতত বন্ধই থাকবে। তবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে হোটেল, রেস্তরাঁ ও পানশালা।

Advertisement
উঠছে নৈশ কার্ফু, সোমবার থেকে স্কুল খুলছে এই রাজ্যেকর্নাটকে স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
হাইলাইটস
  • কোভিড বিধিনিষেধ শিথিল কর্নাটকে।
  • সোমবার থেকে উঠছে নৈশ কার্ফু।
  • শুরু হচ্ছে স্কুলে পঠনপাঠন।

নৈশ কার্ফু প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। ৩১ জানুয়ারি থেকে সে রাজ্যে উঠে যাচ্ছে রাতের বিধিনিষেধ। সেই সঙ্গে খুলছে স্কুলও। সোমবার থেকে কোভিড বিধি মেনে 
শিক্ষাঙ্গনে পঠনপাঠন করতে পারবেন পড়ুয়ারা। 

কর্নাটকের প্রাথমিক ও উচ্চশিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বিসি নগেশ জানিয়েছেন, বেঙ্গালুরুতে সোমবার থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবেন। একইসঙ্গে ডিগ্রি কলেজও খুলে যাচ্ছে।       

সিনেমাহল আপাতত বন্ধই থাকবে। তবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে হোটেল, রেস্তরাঁ ও পানশালা। খোলা জায়গায় বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৩০০ জন থাকতে পারেন। ঘরের মধ্যে হলে সর্বাধিক আমন্ত্রিক ২০০ জন। মহারাষ্ট্র, গোয়া ও কেরল থেকে কর্নাটকে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ শংসাপত্র থাকা আবশ্যিক।  

এ দিন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে কোভিড বিধি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের কোভিডস্ফীতির উপরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আরও পড়ুন- Omicron: এই ৩ কারণে ভারতে তৃতীয় ঢেউয়ে ভাইরাসের প্রকোপ কম

POST A COMMENT
Advertisement