
ইসলাম ধর্মে ছিলেন। বিয়ে করেছিলেন ইসলাম রীতিনীতি মেনে। এক কন্যা সন্তানও রয়েছে। সেই দম্পতি হিন্দু ধর্ম গ্রহণ করল। ঘটনা উত্তরপ্রদেশের কৌশাম্বির। সনাতন ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তি বলেন, তিনি হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক দিন আগে থেকেই। সপরিবারে গ্রহণ করলেন।
সরাই আকিল থানা এলাকার পুরখাস গ্রামের বাসিন্দা মেহেন্দি আলি। তাঁর স্ত্রীর নাম সায়মা। মেয়ে উর্বা। ধর্মান্তরিত হওয়ার পরে তাঁদের নাম হয় অনুজ প্রতাপ সিং, সৌম্যা অনুজ সিং এবং উর্বীজা অনুজ সিং। অনুজ জানিয়েছেন, পরিবারের সবার সম্মতিতেই তাঁরা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।
খবরে প্রকাশ, জন্মসূত্রে মেহেন্দি আলি হিন্দু ছিলেন। তিনি রাজপুত পরিবারের সন্তান। কিন্তু হঠাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বিয়েও করেন ইসলাম রীতিনীতি মেনেই। তবে সম্প্রতি হিন্দু ধর্মে ফিরে আসেন। সেজন্য মেহেন্দি আলি মাঞ্জানপুর দুর্গা মন্দিরে যান এবং হিন্দু রীতিনীতি অনুসারে পূজা করেন। তারপর বৈদিক মন্ত্র পাঠ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
অনুজ বলেন, 'আমি নিজের ভুল বুঝতে পেরে হিন্দু ধর্মে ফিরে এসেছি। বসুধৈব কুটুম্বকমের ধারণা আমাকে প্রভাবিত করে। একমাত্র সনাতন ধর্মই বলতে পারে, গোটা পৃথিবী একটা পরিবার। আমি নিজেও তাতে বিশ্বাসী। অনেক ধর্মগ্রন্থ পড়েছি এবং বুঝতে পেরেছি, সনাতন ধর্ম সর্বোত্তম। হিন্দু ধর্মে মেয়েদের যেভাবে সম্মান করা হয় তা আর কোনও ধর্মে করা হয় না। মা, বোন ও কন্যার সম্মান সবথেকে বেশি এই ধর্মেই।'
অনুজের স্ত্রী সৌম্যা বলেন, 'স্বামী ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করেই আমরা হিন্দু ধরে ফিরেছি। সনাতন ধর্ম আমার পছন্দের। তাই ইসলাম ত্যাগ করতে চেয়েছিলাম। স্বপ্ন সফল হয়েছে। বাকি জীবনটা এই ধর্মের সাধনা করেই কাটাতে চাই। ভারতে প্রচলিত সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছি এবং বুঝতে পেরেছি সনাতনই বাস্তবতা'