কেদার, বদ্রীতে অ-হিন্দুরা নিষিদ্ধ, বড় ঘোষণা, কেন এই সিদ্ধান্ত?

কেদারনাথ, বদ্রীনাথ মন্দির থেকে বড়সড় আপডেট। এবার থেকে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে আর প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। খুব শীঘ্রই এই প্রস্তাব মন্দির কমিটির আসন্ন বোর্ড সভায় পাশ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement
কেদার, বদ্রীতে অ-হিন্দুরা নিষিদ্ধ, বড় ঘোষণা, কেন এই সিদ্ধান্ত?কেদারনাথ-বদ্রীনাথে অ-হিন্দুরা নিষিদ্ধ
হাইলাইটস
  • কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে আর প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা।
  • খুব শীঘ্রই এই প্রস্তাব মন্দির কমিটির আসন্ন বোর্ড সভায় পাশ করা হবে।
  • বদ্রীনাথ, কেদারনাথ ও BKTC-এর আওতাধীন সমস্ত মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

কেদারনাথ, বদ্রীনাথ মন্দির থেকে বড়সড় আপডেট। এবার থেকে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে আর প্রবেশ করতে পারবেন না অ-হিন্দুরা। খুব শীঘ্রই এই প্রস্তাব মন্দির কমিটির আসন্ন বোর্ড সভায় পাশ করা হবে বলে জানা গিয়েছে।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) সভাপতি ও BJP-র এক প্রবীণ নেতা হেমন্ত দ্বিবেদী আজ ঘোষণা করেছেন, বদ্রীনাথ, কেদারনাথ ও BKTC-এর আওতাধীন সমস্ত মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। 

তিনি জানান, দেবভূমি উত্তরাখণ্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আগে কেদার খণ্ড থেকে মানস খণ্ড পর্যন্ত মন্দির শৃঙ্খলে ঐতিহ্যগতভাবেই অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু অ-বিজেপি সরকারের আমলে এই ঐতিহ্য লঙ্ঘন হতে থাকে। তাই এই ঐতিহ্যগুলির কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যজুড়ে অবৈধ মন্দির সরানোর পদক্ষেপেরও প্রশংসা করেছেন BKTC সভাপতি । বিষয়টিকে উত্তরাখণ্ডের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আইনশৃঙ্খলা জোরদার করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন  হেমন্ত দ্বিবেদী। তিনি বলেন, রাজ্য সরকার ও BKTC-র মধ্যে আরও ভালো সমন্বয়ের ফলে দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্রতা এবং ঐতিহ্য আরও বেশি সুরক্ষিত হবে। মন্দির কমিটি সেই পদক্ষেপই নিচ্ছে।

এই দুই প্রাচীন মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে পুষ্কর সিং ধামি বলেন, "দেবভূমি উত্তরাখণ্ডের সব তীর্থস্থানে যা ব্যবস্থা নেওয়া হবে তা মন্দির কমিটি ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।"

উল্লেখ্য, বর্তমানে রীতি মেনে ছ'মাসের জন্য বন্ধ রয়েছে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দরজা। আগামী ২৩ এপ্রিল খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা। অন্যদিকে, কেদারনাথ মন্দিরের দ্বার খোলার তারিখ জানা যাবে মহা শিবরাত্রির দিন। 

 

POST A COMMENT
Advertisement