Kedarnath Temple Darshan Time: হর হর মহাদেব ধ্বনি! কেদারনাথের ফটক খুলে গেল, যাচ্ছেন? জরুরি তথ্যগুলি রইল

২৭ এপ্রিল ওঁকারেশ্বর মন্দির থেকে বাবা কেদারের পবিত্র ডোली রওনা দেয় কেদারনাথের উদ্দেশে। পথে গুপতকাশী, ফাটা, গৌরীকুন্ড হয়ে অবশেষে ১ মে ডোলি পৌঁছায় কেদারনাথ ধামে। আজ দরজা খোলার আগে মন্দিরে চলে বিশেষ পুজো এবং ধর্মীয় রীতিনীতি পালন।

Advertisement
হর হর মহাদেব ধ্বনি! কেদারনাথের ফটক খুলে গেল, যাচ্ছেন? জরুরি তথ্যগুলি রইলকেদারনাথ যাত্রা ২০২৫
হাইলাইটস
  • ১০৮ কুইন্টাল ফুলে সেজে উঠেছে কেদারনাথ
  • কীভাবে এলেন ‘বাবা কেদার’?
  • কেদারনাথ যাত্রায় যাওয়ার আগে কী কী সঙ্গে রাখবেন?

আজ, ২ মে ২০২৫ (বৃহস্পতিবার) থেকে শুরু হল কেদারনাথ যাত্রা। সকাল ৭টা নাগাদ খুলে দেওয়া হল উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের দরজা। বহু ভক্ত এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন। শীতকালে বরফে ঢাকা থাকার কারণে প্রতি বছর কয়েক মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দির। গরম পড়তেই আবার শুরু হয় দর্শনের সুযোগ।

১০৮ কুইন্টাল ফুলে সেজে উঠেছে কেদারনাথ

এবার মন্দিরকে সাজানো হয়েছে নজরকাড়া ভাবে। গুজরাট ও ঋষিকেশ থেকে আসা একটি টিম প্রায় ১০৮ কুইন্টাল ফুল দিয়ে কেদারনাথ মন্দির সাজিয়েছে। রংবেরঙের ফুলে মন্দির এখন একেবারে স্বর্গীয় সৌন্দর্যে মোড়া। এই ভিন্ন সাজ দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে।

কীভাবে এলেন ‘বাবা কেদার’?

২৭ এপ্রিল ওঁকারেশ্বর মন্দির থেকে বাবা কেদারের পবিত্র ডোली রওনা দেয় কেদারনাথের উদ্দেশে। পথে গুপতকাশী, ফাটা, গৌরীকুন্ড হয়ে অবশেষে ১ মে ডোলি পৌঁছায় কেদারনাথ ধামে। আজ দরজা খোলার আগে মন্দিরে চলে বিশেষ পুজো এবং ধর্মীয় রীতিনীতি পালন।

কেদারনাথ যাত্রা ২০২৫
কেদারনাথ যাত্রা ২০২৫

দরজা খোলার সময়ের নিয়ম

ভোরে দরজা খোলার সময় মন্দির চত্বর গমগম করে ঢোল-নগাড়া আর ‘হার হর মহাদেব’-এর জয়ধ্বনিতে। পুরনো প্রথা মেনে মন্দির খোলার পরই শুরু হয় পুজো ও দর্শন।

কেদারনাথ যাত্রায় যাওয়ার আগে কী কী সঙ্গে রাখবেন?

এই যাত্রা শারীরিকভাবে কিছুটা কঠিন, তাই সঠিক প্রস্তুতি জরুরি।

শুকনো খাবার ও জল: সঙ্গে রাখুন চকলেট, এনার্জি বার বা প্যাকেট খাবার

ভাল ট্রেকিং জুতো: চপ্পল বা স্যান্ডেল নয়, পাহাড়ে লাগে গ্রিপযুক্ত শক্ত জুতো

গরম জামা: রাতে ঠান্ডা বেশি, তাই সোয়েটার, টুপি, মাফলার, গ্লাভস সঙ্গে নিন

প্রয়োজনীয় ওষুধ: ব্যথার ওষুধ, ব্যান্ডেজ, হজমের ট্যাবলেট, সানস্ক্রিন ইত্যাদি

পালকি বা খচ্চর: যদি হাঁটতে কষ্ট হয়, তাহলে এগুলোর সাহায্য নিতে পারেন

কেদারনাথ যাত্রা ২০২৫
কেদারনাথ যাত্রা ২০২৫

সংক্ষেপে কেদারনাথ যাত্রা ২০২৫:

দরজা খোলার তারিখ: ২ মে ২০২৫

সময়: সকাল ৭টা

সাজসজ্জা: ১০৮ কুইন্টাল ফুল

Advertisement

যাত্রাপথ: ওঙ্কারেশ্বর → গুপতকাশী → ফাটা → গৌরীকুণ্ড → কেদারনাথ

সঙ্গে যা রাখবেন: খাবার, জুতো, গরম জামা, ওষুধ, আইডেন্টিটি প্রুফ

POST A COMMENT
Advertisement