'বিবাহিত মহিলারা স্বামীর সঙ্গে....', CPIM নেতার মন্তব্যে তীব্র বিতর্ক

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের এক সিপিআইএম নেতা। সাইদালি মাজিদ নামে ওই নেতার মন্তব্যে ক্ষোভের জন্ম হয়েছে মানুষের মধ্যে। একজন নেতা হয়ে কীভাবে মহিলাদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন?

Advertisement
'বিবাহিত মহিলারা স্বামীর সঙ্গে....', CPIM নেতার মন্তব্যে তীব্র বিতর্ক কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য
হাইলাইটস
  • মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের এক সিপিআইএম নেতা
  • একজন নেতা হয়ে কীভাবে মহিলাদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন? উঠছে প্রশ্ন

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের এক সিপিআইএম নেতা। সাইদালি মাজিদ নামে ওই নেতার মন্তব্যে ক্ষোভের জন্ম হয়েছে মানুষের মধ্যে। একজন নেতা হয়ে কীভাবে মহিলাদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। 

থেনালায় এক সমাবেশে বক্তব্য রাখছিলেন সাইদালি মাজিদ। সেখানেই আপত্তিকর মন্তব্য করেন তিনি। তাঁর আক্রমণের লক্ষ্য ছিল মহিলা ও বিবাহিতারা। মুসলিম মহিলা প্রার্থীদেরও কাঠগড়ায় দাঁড় করান তিনি। 

সাইদালি সাফ করে দেন, তিনি ভোটে মহিলাদের সেভাবে প্রার্থী করার পক্ষে নন। তাঁদের সামনে এনে ভোটে দাঁড় করানোর বিপক্ষে মত দেন। আর তাতেই বিতর্ক। ওই ব্যক্তি সাফ জানান, মহিলাদের যে পারিবারিক সত্ত্বা আছে তা ভুলে গেলে চলবে না। তাঁরা বাড়ির ভিতরেই থাকেন। 

তিনি জানান, তাঁর দল কখনও পুরুষদের সামনে মহিলাদের প্রদর্শনের জন্য ভোটে দাঁড় করায় না। আর মহিলারা কেবল ভোটের ময়দানেই থাকবেন, সেটাও হতে পারে না। কারণ, তাঁদের সামাজিক ও পারিবারিক ভূমিকা রয়েছে। 

মাজিদের কথায়, '২০, ২৫, অথবা ২০০ জন মহিলাকে প্রার্থী করুন না কেন, আপনাকে মনে রাখতে হবে যে, আমাদের বাড়িতেও বিবাহিত মহিলারা আছেন। সেই কারণেই পরিবারগুলি ঐতিহ্যগতভাবে বিয়ের ব্যবস্থা করে বা এই  প্রথায় বিশ্বাস করে। তাঁরা কেবল ভোট পেতে বা ওয়ার্ডে জেতার জন্য অন্য পুরুষদের সামনে দাঁড়ান না। আমাদেরও বিবাহিত মহিলা রয়েছে। আমাদের মেয়েরাও বিবাহিত। অর্থাৎ তাঁরা স্বামীদের সঙ্গে ঘুমোন। অন্যদের সামনে তাঁকে তুলে ধরার জন্য নয়।' 

এদিকে মজিদের বক্তব্য সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মঞ্চে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মহিলা সংগঠন এবং নাগরিক সমাজের তরফে এই মন্তব্যকে অসংবেদনশীল বলা হয়েছে। রাজনৈতিক দলগুলিও ক্ষোভ প্রকাশ করে মাজিদের কাছে ব্যাখ্যা দাবি করেছে। যদিও মাজিদ তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। 

POST A COMMENT
Advertisement