scorecardresearch
 

Kerala Governor: 'অমিত শাহের সঙ্গে কথা বলান,' SFI বিক্ষোভের মাঝে রাস্তায় বসলেন রাজ্যপাল

SFI-এর বিক্ষোভের পাল্টা ধর্নায় কেরলের রাজ্যপাল রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাস্তায় গাড়িতে যাওয়ার সময়ে SFI কর্মীরা তাঁর উদ্দেশে স্লোগান, কালো পতাকা দেখান। এরপর গাড়ি থামিয়ে তিনি রাস্তার পাশেই বসে পড়েন। 

Advertisement
রাস্তায় ধর্নায় বসেছেন কেরলের রাজ্যপাল রাস্তায় ধর্নায় বসেছেন কেরলের রাজ্যপাল
হাইলাইটস
  • পিনারাই বিজয়ন সরকার এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে।
  • রাস্তায় গাড়িতে যাওয়ার সময়ে SFI কর্মীরা তাঁর উদ্দেশে স্লোগান, কালো পতাকা দেখান।
  • পিনারাই বিজয়ন সরকার এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে।

SFI-এর বিক্ষোভের পাল্টা ধর্নায় কেরলের রাজ্যপাল রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাস্তায় গাড়িতে যাওয়ার সময়ে SFI কর্মীরা তাঁর উদ্দেশে স্লোগান, কালো পতাকা দেখান। এরপর গাড়ি থামিয়ে তিনি রাস্তার পাশেই বসে পড়েন। 

পিনারাই বিজয়ন সরকার এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এসএফআই কর্মীদের দাবি, কেরলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেটে 'বিজেপি-আরএসএস-এর মনোনীতদের' চ্যান্সেলর হিসাবে বসিয়ে দেওয়া হচ্ছে। আর তার বিরুদ্ধে প্রতিবাদেই গত কয়েক মাস ধরে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে SFI। এই নিয়ে কেরলজুড়ে রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে। 

সূত্রের খবর, এদিন কেরলে এক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ। কোল্লামের নীলমেল দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন তিনি। এমন সময়ে রাস্তার পাশে প্রতিবাদ জানাচ্ছিল SFI কর্মীরা। কালো পতাকা হাতে তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয়। সূত্রের খবর, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি দেখে আরিফ মহম্মদ বিরক্ত হন। এরপর তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন। এরপর রাস্তায় এসে পাশের একটি চায়ের দোকানে যান। সেখানে চেয়ার এনে রাস্তার ধারে বসে যান। SFI কর্মীদের প্রতিবাদে পাল্টা ধর্নায় বসে যান রাজ্যপাল। 

রাজ্যপাল আরিফ মহম্মদের অভিযোগ, পুলিশ বিক্ষোভ দেখেও নিষ্ক্রিয় থেকেছে। SFI কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছে। এদিকে তা দেখেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনটাই দাবি করেছেন তিনি। ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, 'আপনারা (পুলিশ) ওদের (বিক্ষোভরত এসএফআই ছাত্রদের) সুরক্ষা দিচ্ছেন। পুলিশ নিজেই যদি আইন ভঙ্গ করে তাহলে আইন রক্ষা করবে কে?' তিনি বলেন, 'অমিত শাহ সাহেবের সঙ্গে কথা বলান,অন্যথায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলান।'

আরও পড়ুন

পুলিশ ১৩ জন এসএফআই কর্মীর বিরুদ্ধে ১৪৩ ধারা (বেআইনি সমাবেশ), ১৪৪ ধারা (বিপদের আশঙ্কার ক্ষেত্রে আদেশ জারি করার ক্ষমতা), ১৪৭ ধারা (দাঙ্গার শাস্তি), ৩৫৩ ধারা (হামলা বা ফৌজদারি ক্ষমতা), IPC-র ১২৪ ধারা (গভর্নরকে আক্রমণ করা)-র অধীনে একটি FIR দায়ের করেছে।  

Advertisement

Advertisement