কেরল লোকাল বডিকেরলে পুর-পঞ্চায়েত ভোটে উল্টে যাচ্ছে পাশা! ৯ এবং ১১ ডিসেম্বর দুই ধাপে কেরলে অনুষ্ঠিত হয়েছিল ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েত ভোট। এর মধ্যে ৬টি নগরনিগম (কর্পোরেশন), ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দু'দিনের ওই ভোটের পর আজ চলছে গণনা। গণনার প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে, বামেদের LDF-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেসের UDF। পাশাপাশি, ভালো ফল করেছে বিজেপিও।
দুপুর ১টা পর্যন্ত গণনার রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, রাজধানী অনন্তপুরমে এগিয়ে রয়েছে BJP নেতৃত্বাধীন জোট। সেখানে ১০৫টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ২২টি আসনে, বামজোট এগিয়ে রয়েছে ১৬টি'তে এবং কংগ্রেস জোট ১১টিতে এগিয়ে রয়েছে।
এছাড়াও, ত্রিবান্দ্রম পৌর কর্পোরেশনেও এগিয়ে রয়েছে বিজেপি। দুপুর ১টা পর্যন্ত সেখানে বিজেপি এগিয়ে ৪৫টি ওয়ার্ডে, এলডিএফ এগিয়ে ২২টি ওয়ার্ডে ও ইউডিএফ ১৬টি ওয়ার্ডে এগিয়ে। অন্যদিকে, এর্নাকুলম, কোচি, ত্রিশূর, কোট্টয়মের মতো পুরনিগমগুলিতে আপাতত এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। একাধিক কেন্দ্রে UDF ও LDF নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেরলের এই পুর-পঞ্চায়েত ভোটের ফলাফল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সুর তৈরি করতে পারে। এর আগে দেখা গিয়েছে,লোকাল বডি নির্বাচনের ফলাফল প্রায়শই ভোটারদের মেজাজ নির্দেশ করে। ২০১০ এবং ২০১৫ সালে পুর-পঞ্চায়েত ভোটের ফলাফল শাসক দলের বিরুদ্ধে গিয়েছিল। পরবর্তীতে ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী দল জয়লাভ করে। অর্থাৎ সেই নির্বাচনগুলির মতোই ফলাফল হলে আসন্ন বিধানসভা নির্বাচনে চাপে কেরলেও চাপে পড়তে পারে বামেরা।