scorecardresearch
 

Nipah Virus: নিপা ভাইরাস-আতঙ্ক কেরলে, কোঝিকোড়ে সব স্কুল-কলেজ বন্ধ

শুক্রবার কেরলের কোঝিকোড়ে আরও একটি নিপা ভাইরাস পজিটিভ কেস। আর তার জেরে রাজ্য সরকার কোঝিকোড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সংক্রামিত ব্যক্তিদের চিকিৎসার জন্য আরও ২০টি অ্যান্টিবডি ভ্যাকসিন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

Advertisement
নিপা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ স্কুল নিপা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ স্কুল
হাইলাইটস
  • শুক্রবার কেরলের কোঝিকোড়ে আরও একটি নিপা ভাইরাস পজিটিভ কেস।
  • রাজ্য সরকার কোঝিকোড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।
  • সংক্রামিত ব্যক্তিদের চিকিৎসার জন্য আরও ২০টি অ্যান্টিবডি ভ্যাকসিন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

শুক্রবার কেরলের কোঝিকোড়ে আরও একটি নিপা ভাইরাস পজিটিভ কেস। আর তার জেরে রাজ্য সরকার কোঝিকোড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সংক্রামিত ব্যক্তিদের চিকিৎসার জন্য আরও ২০টি অ্যান্টিবডি ভ্যাকসিন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

শুক্রবার, কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাস সংক্রমণের রিপোর্ট মিলেছে। ৩৯ বছর বয়সী এক ব্যক্তির নিপা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। সেই অনুযায়ী তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁর সেই রিপোর্ট পজিটিভ আসে। আর তার জেরে কেরলে মোট নিপা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৬-তে পৌঁছে গিয়েছে। সংক্রমণে ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪। এর আগে বুধবার ২৪ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাস আক্রান্ত হন। একের পর এক সংক্রমণের ঘটনায় কেরলে বেশ কিছু স্থানে সতর্কতা জারি হয়েছে। কেসের সংখ্যা বৃদ্ধির কারণে প্রতিবেশী কর্ণাটকও সাবধানতা বিধি অবলম্বন করেছে।

কেরলে নিপা ভাইরাসের এই স্ট্রেন আসলে বাংলাদেশের একটি ভেরিয়েন্ট বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায়। সংক্রামক কম হলেও উচ্চ মৃত্যুহার রয়েছে এই ভেরিয়েন্টে। আর এটাই ভাবাচ্ছে প্রশাসনকে।

আরও পড়ুন

নিপা ভাইরাসের কোনও ভ্যাকসিন নেই। এটি মূলত সংক্রমিত বাদুড়, শূকর বা মানবদেহের তরলের মাধ্যমে ছড়ায়। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৭৫% পর্যন্ত।

এই নিয়ে চতুর্থবার কেরলে নিপা সংক্রমণ হল। ২০১৮ এবং ২০২১ সালে কোঝিকোড়ে এবং ২০১৯ সালে এর্নাকুলামে নিপা সংক্রমণের খবর মিলেছিল।

একদিকে কোঝিকোড়ে নিপা প্রাদুর্ভাব। অন্যদিকে এই একই সময়ে সবরীমালার তীর্থযাত্রা হবে। সেই বিষয়টি মাথায় রেখে শুক্রবার কেরল হাইকোর্ট রাজ্য সরকারকে বিশেষ নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছে। আদালত ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড কমিশনারকে স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করতে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে।

Advertisement

ICMR ডিজি রাজীব বাহল শুক্রবার জানিয়েছেন, ভারত নিপা ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য ২০ ডোজের মনোক্লোনাল অ্যান্টিবডি সংগ্রহের জন্য অস্ট্রেলিয়ার কাছে আর্জি জানিয়েছে।

Advertisement