২৪ জানুয়ারি অভিনেত্রী মমতা কুলকার্নিকে মহাকুম্ভে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর করা হয়েছিল। অনেক সাধু-ঋষি এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর সিদ্ধান্তের কারণে কিন্নর আখড়া আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস বিদ্রোহী হয়ে ওঠেছেন। লক্ষ্মীর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তিনি মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তবে আখড়ার লোকজন তাঁর নির্দেশ মানতে রাজি বলে মনে হয় না।
মহামণ্ডলেশ্বর ঋষি অজয় দাস বলেছেন যে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, যিনি মমতাকে কিন্নর আখড়ায় ঢুকিয়েছিলেন, তাঁকেও আচার্য মহামণ্ডলেশ্বরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, শীঘ্রই নতুন আচার্য মহামণ্ডলেশ্বরের নাম ঘোষণা করা হবে। অজয় দাসের মতে, হিজড়া সম্প্রদায়ের উন্নতির জন্য লক্ষ্মীকে ধর্ম প্রচার ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য নিযুক্ত করা হয়েছিল, তিনি তা থেকে বিচ্যুত হয়েছেন।
অজয় দাসের মতে, সনাতন ধর্ম ও জাতীয় স্বার্থ ছেড়ে লক্ষ্মী সরাসরি মহামণ্ডলেশ্বর উপাধি দিয়েছিলেন মমতাকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। তিনি গ্ল্যামার জগতের সঙ্গেও যুক্ত, তিনি কোনও ধর্মীয় ও আখড়া ঐতিহ্য অনুসরন করেন না। এই বিতর্কের মধ্যেই লক্ষ্মী ও মমতার সমর্থনে নেমেছে কিন্নর আখড়ার একাংশ। কিন্নর আখড়ার মা পবিত্রা নন্দ গিরি বলেন, 'আমরা কাউকে গুরুত্ব দিতে চাই না। নিজের থেকে বড় হও, অন্যের গায়ে কাদা ছুড়ে বড় হয়ো না। এই আখড়া কারোর নয় এবং যেমন আছে তেমনই থাকবে। দুনিয়া কী বলল তাতে কিছুই বদলায় না। অজয় দাস, আপনি কি নিজেকে পরিষ্কার করবেন, এটা কী? লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকে কেউ সরাতে পারবেন না। তিনি যেমন আছেন তেমনই থাকবেন। এই জল্পনা চলতেই থাকবে। মমতা কুলকার্নিকে স্বাগত। সমস্ত গুজব খারিজ করছি।
মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য কঠিন তপস্যা করতে হয়। প্রথমে দীক্ষা নিতে হবে। তারপর দীর্ঘকাল তপস্যা করে পার্থিব জীবন ত্যাগ করতে হয়। যিনি মহামণ্ডলেশ্বর হন, তাঁকে সন্ন্যাসী হতে হবে। কিন্তু বিতর্কে ঘেরা হয়েছে মমতার জীবন। মাদক মাফিয়া ভিকি গোস্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে অভিযোগ, তারা দুজনেই বিয়েও করেছিলেন। দুবাইয়ে মাদক চোরাচালানের দায়ে ১২ বছরের জেল হয়েছিল ভিকির। একটি মামলায় মমতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। কিন্তু মমতা বলেন, ভিকির সঙ্গে কানেকশন ও বিয়ের কথা বলা ভুল। মমতার বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগও রয়েছে।