scorecardresearch
 

Kochi Water Metro: এবার জলে চলবে মেট্রো, দেশের প্রথম 'ওয়াটার মেট্রো'র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে কলকাতায়। যা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে শহরে। এরইমধ্যে আরও একটি বড় খবর। এবার জলে চলবে মেট্রো। পরশু, মঙ্গলবার যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের কোচিতে চালু হচ্ছে দেশের প্রথম 'ওয়াটার মেট্রো' পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।

Advertisement
ওয়াটার মেট্রো। ফাইল ছবি। ওয়াটার মেট্রো। ফাইল ছবি।
হাইলাইটস
  • গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে কলকাতায়।
  • যা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে শহরে।

গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে কলকাতায়। যা নিয়ে তুমুল কৌতুহল তৈরি হয়েছে শহরে। এরইমধ্যে আরও একটি বড় খবর। এবার জলে চলবে মেট্রো। পরশু, মঙ্গলবার যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের কোচিতে চালু হচ্ছে দেশের প্রথম 'ওয়াটার মেট্রো' পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।

আগামী ২৫ এপ্রিল থেকে কেরলের জলপথে এই পরিষেবা পাওয়া যাবে। প্রায় ৭৪৭ কোটি টাকার এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জলপথে যাতায়াতের পরিষেবা আরও সুবিধাজনক করে দেবে। ভারত-জার্মান যৌথ উদ্যোগে সৃষ্ট এই প্রকল্প কেরলের পর্যটনের উন্নতিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই জলযানটি ব্যাটারি চালিত।

২৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ওয়াটার মেট্রো উদ্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে তা উৎসর্গ করবেন। ওয়াটার মেট্রো হল একটি অনন্য শহুরে গণ ট্রানজিট সিস্টেম, যার অভিজ্ঞতা এবং যাতায়াতের সহজতা প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই। কোচির মতো নদী আর খাঁড়িভরা শহরে এই ব্যবস্থা খুবই উপযোগী হয়ে উঠবে। মোদী সরকার কর্তৃক উন্নত মানের অবকাঠামো এবং সংযোগ প্রদানের উদ্যোগ সমগ্র শহরবাসী এবং শহরে ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য এক দুর্দান্ত পরিষেবা দিতে চলেছে। দেশে মেট্রো সংযোগের সম্প্রসারণ ভারতবাসীর জন্য দারুণ সুবিধাজনক।

জানা যাচ্ছে, এই ওয়াটার মেট্রো পরিষেবায় কম খরচে যাতায়াত করতে পারবেন আমজনতা। যা প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই আরাম, সুবিধা, নিরাপত্তা, সময়ানুবর্তিতা, নির্ভরযোগ্যতা এবং পরিবেশবান্ধব। কেরলের পর এটি জম্মু, শ্রীনগর এবং গোরখপুরের মতো শহরেও চালু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন-নরেন্দ্র মোদীর ২০ বছরের রাজনৈতিক জীবন নিয়ে আর্ট গ্যালারি

 

Advertisement

Advertisement