Kolkata Tourist Dead At Sikkim: নর্থ সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলা পর্যটকের, ইউমসাং ঘুরেই অসুস্থ হয়ে পড়েন

Kolkata Tourist Dead At Sikkim: সিকিম প্রশাসন সূত্রে খবর, মহিলা তাঁর কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উত্তর সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থতা শুরু হয়। তবুও শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তিনি কয়েকটি ঘোরার জায়গায় যান বলে জানা গেছে। তাঁরা লাচুংয়ের ফকায় একটি হোটেলে উঠেছিলেন।

Advertisement
নর্থ সিকিম ঘুরতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলা পর্যটকের, ইউমসাং ঘুরেই অসুস্থ হয়ে পড়েনবাড়ির পাশে বধূর রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য় বক্সিরহাটে, খুনের অভিযোগ ছেলের

Kolkata Tourist Dead At Sikkim: উত্তর সিকিমে ভ্রমণে গিয়ে মৃত্যু হল এক মহিলার। বয়স ৪৭। বাড়ি কলকাতায়। প্রশাসন জানিয়েছে, উঁচু জায়গায় পৌঁছনোর পরই তাঁর ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা দেয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিকিম প্রশাসন সূত্রে খবর, মহিলা তাঁর কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উত্তর সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থতা শুরু হয়। তবুও শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তিনি কয়েকটি ঘোরার জায়গায় যান বলে জানা গেছে। তাঁরা লাচুংয়ের একটি হোটেলে উঠেছিলেন।

জিরো পয়েন্ট ঘুরে ফেরার পরই অসুস্থ
বৃহস্পতিবার তাঁরা জিরো পয়েন্ট ও ইউমথাং ভ্যালি ঘুরে হোটেলে ফেরেন। লাচুং এলাকার উচ্চতা প্রায় ৯,৬০০ ফুট। ফিরতেই মহিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলেও মাঝরাতে সমস্যা চরমে ওঠে। ঘনঘন বমি ও শ্বাসকষ্ট শুরু হয়।

রাত প্রায় ২টো নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে লাচুং সেনা মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান। সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকেরা জানান, মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। ‘অলটিটিউড সিকনেস’-এর কারণেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
ঘটনার পর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার পর পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য প্রশাসন উচ্চতার পরিবর্তনে সতর্ক থাকার বার্তা দিয়েছে।

POST A COMMENT
Advertisement