Kumbh Mela: 'আমার শ্বশুরকে দেখেছেন?' মহাকুম্ভে ছবি নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কলকাতার সনাতন 

মহাকুম্ভ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ত্রিবেণী তীরে জমায়েত হয়েছিলেন। মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার ভোরে পদপিষ্ঠের ঘটনা ঘটে, যাতে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। এখন ১০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং অনেকেই আহত হয়েছেন।

Advertisement
'আমার শ্বশুরকে দেখেছেন?' মহাকুম্ভে ছবি নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কলকাতার সনাতন কুম্ভ মেলায় নিখোঁজ পরিজনকে খুঁজছেন কলকাতার এক যুবক।-ফাইল ছবি
হাইলাইটস
  • মহাকুম্ভ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ত্রিবেণী তীরে জমায়েত হয়েছিলেন।
  • মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার ভোরে পদপিষ্ঠের ঘটনা ঘটে, যাতে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

মহাকুম্ভ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ত্রিবেণী তীরে জমায়েত হয়েছিলেন। মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার ভোরে পদপিষ্ঠের ঘটনা ঘটে, যাতে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। এখন ১০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং অনেকেই আহত হয়েছেন। পদদলিত হওয়ার ফলে বেশ কিছু পরিবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মেলায় হাজার হাজার ভক্ত তাদের হারানো স্বজনদের খোঁজে হাসপাতালে ও থানায় ছুটছেন।

কলকাতার সনাতন বিশ্বাস এই ঘটনার মধ্যেই হারিয়েছেন তাঁর শ্বশুরকে। সনাতন বিশ্বাস, তার ভাই এবং শ্বশুরকে নিয়ে কুম্ভ স্নান করতে এসেছিলেন, কিন্তু মেলায় পদদলিত হওয়ার পর তিনি তাঁর শ্বশুরকে হারান। সনাতন জানান, তিনি রাত ১২টা পর্যন্ত তাঁর শ্বশুরের সঙ্গে ছিলেন, কিন্তু পরে ভিড় বাড়তে থাকলে তাঁরা আলাদা হয়ে যান। এরপর বহু হাসপাতাল ও থানায় খোঁজ করেও তাঁর শ্বশুরের সন্ধান মেলেনি।

সনাতন তাঁর মোবাইল ফোনে শ্বশুরবাড়ির ছবি দেখিয়ে ভক্তদের প্রশ্ন করছেন, কেউ কি তার শ্বশুরকে কোথাও দেখেছে? হাসপাতালে, থানায় এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পরেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে, মহাকুম্ভ মেলা এলাকায় পদদলিত হওয়ার পর একাধিক ছবি প্রকাশ পেয়েছে, যেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ভিড়ের মধ্যে পরিবারের সদস্যরা তাঁদের হারানো প্রিয়জনের সন্ধান করছেন। মেলার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে কম্বল, ব্যাগসহ মানুষের জিনিসপত্র।

এ ঘটনার পরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট করে বলেন, "প্রয়াগরাজ মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই যারা তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন। একইসঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে কাজ করছে।"

মৌনী অমাবস্যায় ত্রিবেণী তীরে ৫ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। এই মেলা ১৩ জানুয়ারি শুরু হলেও এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষ গঙ্গায় স্নান করেছেন। বুধবারের ঘটনায় ১০ কোটিরও বেশি ভক্তের উপস্থিতি ছিল বলে আশা করা হচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement