scorecardresearch
 

Kota Hostel: এক বছরেই ২২ আত্মহত্যা, সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে কোটায়, তাতেও শঙ্কা!

রাজস্থানের কোটায় সমস্ত হস্টেলের সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে। যাতে সিলিং ফ্যানে দড়ি বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে সেই ফ্যান ঝুলে পড়ে। ফলে মৃত্যুর ঝুঁকি না থাকে। কোটায় একের পর এক ছাত্র মৃত্যুর ঘটনার পর নতুন এই ফ্যান এখন গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। উৎকণ্ঠা বেড়েই চলেছে রাজস্থানের কোটায় লাগাতার আত্মহত্যা নিয়ে। সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যার ঘটনাই বেশি ঘটছে সেখানকার ছাত্রাবাসগুলিতে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • রাজস্থানের কোটায় সমস্ত হস্টেলের সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে।
  • যাতে সিলিং ফ্যানে দড়ি বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে সেই ফ্যান ঝুলে পড়ে।

রাজস্থানের কোটায় সমস্ত হস্টেলের সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে। যাতে সিলিং ফ্যানে দড়ি বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে সেই ফ্যান ঝুলে পড়ে। ফলে মৃত্যুর ঝুঁকি না থাকে। কোটায় একের পর এক ছাত্র মৃত্যুর ঘটনার পর নতুন এই ফ্যান এখন গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। উৎকণ্ঠা বেড়েই চলেছে রাজস্থানের কোটায় লাগাতার আত্মহত্যা নিয়ে। সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যার ঘটনাই বেশি ঘটছে সেখানকার ছাত্রাবাসগুলিতে।

কোটার জেলাশাসক ওম প্রকাশ বুঙ্কার দ্বারা জারি করা এই আদেশের লক্ষ্য "এই বাসস্থানগুলিতে অধ্যয়নরত এবং বসবাসরত শিক্ষার্থীদের মানসিক সমর্থন এবং নিরাপত্তা প্রদান করা এবং কোচিং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান থেকে আত্মহত্যা প্রতিরোধ করা"।

JEE-এর জন্য প্রস্তুতি নিতে আসা ১৮ বছর বয়সী এক ছাত্রের আত্মহত্যার ঠিক কয়েকদিন পরে এই আদেশ আসে। এই ঘটনাটি এই মাসে কোটায় চতুর্থ আত্মহত্যা। এটি বছরের ২২ তম আত্মহত্যা, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। এই মর্মান্তিক ঘটনার পিছনে কারণগুলি বহুমুখী, একাডেমিক, শারীরিক এবং মানসিক চাপ। পড়াশোনার চাপ, ব্যর্থতার ভয় এবং কোচিং ইন্ডাস্ট্রিতে কাটথ্রোট প্রতিযোগিতাকে প্রধান অবদানকারী কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন

আত্মহত্যার ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, রাজস্থান হাইকোর্ট ছাত্রদের মানসিক স্বাস্থ্যের জন্য সমাধান চেয়েছে, রাজ্যের কোচিং ইনস্টিটিউটে বিশেষ করে কোটায় ছাত্রদের দ্বারা আত্মহত্যা এড়ানোর বিষয়ে সুপারিশ চেয়েছে। আদালত শিশুদের মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ে ফোকাস করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

কোটা এখন বাবা-মা ও অভিভাবকদের মনে একটা আতঙ্ক তৈরি করেছে। পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে হোক কিংবা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ইঁদুরদৌড়, অথবা হতাশা থেকে ফি বছর মৃত্যুমিছিল লেগে রয়েছে ‘কোটা ফ্যাক্টরি’তে। চলতি অগস্ট মাসে কোটায় ৪ জন ছাত্র আত্মহত্যা করেছে। আর এ বছরে এখনও পর্যন্ত ২২ জন ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে কোটায়।
 

Advertisement

 

TAGS:
Advertisement