scorecardresearch
 

NEET-র কাউন্সেলিং চলবে, জানাল সুপ্রিম কোর্ট, কোটায় আত্মহত্যার তত্ত্বও খারিজ

প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর, NEET-এ দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। তবে সে আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে।

Advertisement
হাইলাইটস
  • প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর, NEET-এ দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা।
  • তবে সে আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত।

প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর, NEET-এ দুর্নীতির অভিযোগ তুলে ফের পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। তবে সে আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে। পাশাপাশি শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে যে, কোটায় আত্মহত্যাগুলি এবছরের নিটের ফলাফলের কারণে হয়নি। সিবিআই তদন্ত চেয়ে এধরণের যুক্তি দেওয়া উচিত নয়।

আদালতের মামলাটি চলাকালীন বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চ আবেদনকারীদের একজন কৌঁসুলির জমা দেওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন। বলা হয়, কোটার কোচিং সেন্টারে শিক্ষার্থীরা আত্মহত্যা করে মারা যাচ্ছে, এই অভিযোগ ঠিক নয়। বিচারপতি নাথ কৌঁসুলিকে বলেন, কোটায় আত্মহত্যাগুলি নিটের ফলাফলের কারণে হয়নি।

পরে বেঞ্চ সিবিআই তদন্তের আবেদনের ওপর নোটিশও জারি করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে দু'সপ্তাহের মধ্যে উত্তর দাখিল করার নির্দেশ দেওয়া হলে  অন্যান্য উত্তরদাতাদের (কেন্দ্র) শুনানির পরবর্তী তারিখ ৮ই জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কৌঁসুলি চাপ দিয়েছিলেন যে, আবেদনকারীরা পেপার ফাঁসের বিষয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন। বিচারপতি নাথ পর্যবেক্ষণ করেছিলেন যে, কোনও আদেশ দেওয়ার আগে এনটিএর প্রতিক্রিয়া প্রয়োজনীয় ছিল।

আরও পড়ুন

আদালত আজ NEET মামলায় সাতটি রিট আবেদনের শুনানি করেছে। দু'জন NEET-UG প্রার্থীর দায়ের করা আবেদনগুলির মধ্যে একটিতে পরীক্ষা কেন্দ্রে কারচুপির অভিযোগও উঠেছে। আবেদনকারীরা ওড়িশা, কর্নাটক এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলির ছাত্ররা গুজরাটের গোধরাতে একটি নির্দিষ্ট কেন্দ্র বেছে নেওয়ার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছিল।

উল্লেখ্য, এই বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব গোটা দেশ। যদিও এনটি-এর তরফে প্রশ্ন ফাঁসের অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়। একই সঙ্গে কাউন্সেলিং প্রক্রিয়াও চালু থাকবে বলে জানানো হয়। তাতে বিতর্ক আরও বাড়ে। দায়ের হয় একাধিক মামলা। যদিও এই ইস্যুতে পড়ুয়াদের আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে।

Advertisement

 

Advertisement