ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সীমান্ত বিবাদ অব্যহত চিনের। এরইমধ্যে নতুন সমস্যার উপক্রম। সীমান্তের গা ঘেঁষে গ্রাম তৈরি করা শুরু করেছে চিন। প্রতিটি গ্রামে ২৫০টি বাড়ি থাকবে। সীমান্ত থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে তৈরি হচ্ছে গ্রামগুলি। চিন উত্তরাখণ্ড সংলগ্ন এলএসি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে প্রায় ৫৫-৫৬টি বাড়ি নির্মাণ করছে। যা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) তত্ত্বাবধানে রয়েছে। শুধু সীমান্ত বরাবর পূর্ব সেক্টরে ৪০০ গ্রাম নির্মাণের পরিকল্পনা রয়েছে চিনের। এমনটাই খবর সূত্রে।
এই গ্রামগুলো সব সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত বড় কমপ্লেক্স। ভারতীয় সেনাবাহিনী আগে বলেছিল যে তারা LAC বরাবর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যা ভারত ও চিনের সীমান্ত। এপ্রিলের শুরুতে ভারতীয় সামরিক বাহিনী ভুটানের আমো চু নদী উপত্যকায় চিনের তৈরি করা বহু নির্মাণের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল। আমো চুতে যোগাযোগ টাওয়ার সহ PLA এর সৈন্যদের স্থায়ী আবাস দেখা গেছে৷ হাজার হাজার পিএলএ সৈন্যদের থাকার জন্য সাম্প্রতিক মাসগুলিতে প্রায় ১ হাজারটি স্থায়ী সামরিক কুঁড়েঘর এবং একাধিক অস্থায়ী শেড তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-বিশিষ্ট সাধু-সন্ন্যাসী-পণ্ডিতদের সমাবেশ, আর কারা থাকছেন নতুন পার্লামেন্ট উদ্বোধনে?