Ajit Pawar Plane Crash: ৪ মিনিটে কী ঘটেছিল অজিত পাওয়ারের বিমানে? শিউরে ওঠার মতো ঘটনা

শেষ ৪ মিনিটে ঠিক কী ঘটেছিল অজিত পাওয়ারের বিমানটিতে? কীভাবে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেল? প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে ভয়ঙ্কর বর্ণনা। রইল বিস্তারিত...

Advertisement
৪ মিনিটে কী ঘটেছিল অজিত পাওয়ারের বিমানে? শিউরে ওঠার মতো ঘটনাঅজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা
হাইলাইটস
  • ৪ মিনিটে ঠিক কী ঘটেছিল অজিত পাওয়ারের বিমানটিতে?
  • কীভাবে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেল?
  • প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এল ভয়ঙ্কর ঘটনা

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে বুধবার বরামতির ভয়াবহ বিমান দুর্ঘটনায়। পুনের বরামতি বিমানবন্দরে অবতরণের দ্বিতীয় প্রচেষ্টাতেও বিফল হয় বিমানটি। রানওয়েতেই ভেঙে পড়ে ওই ফ্লাইট। ৪ মিনিটের মধ্যে সব শেষ! ঠিক কী ঘটেছিল? 

ফ্লাইটরাইডারের তথ্য অনুযায়ী, বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ (রেজিস্টার নম্বর VT-SSK) সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। এরপর আরব সাগরের উপর দিয়ে উড়ে সকাল ৮টা ৩০ মিনিটে বরামতিতে প্রথমবার অবতরণের চেষ্টা করে। 

তবে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। সম্ভবত খারাপ দৃশ্যমানতার কারণে এমনটা হয়েছিল বলে জানিয়েছে বিমানটির অপারেটর সংস্থা VSR ভেঞ্চার্স। ১৬ বছর পুরনো এই বিমানটি এরপর সকাল ৮টা ৪২ মিনিট নাগাদ দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করে। কিন্তু সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎ এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরই সব শেষ! ততক্ষণে সংবাদমাধ্যমে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। 

বারামতি বিমানবন্দরের রানওয়ে ১১-এর থ্রেশহোল্ডে বিমানটি  বিকট শব্দ করে আছড়ে পড়ে। আগুন ধরে যায় ফ্লাইটটিতে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটিতে আঘাত লাগার সঙ্গে সঙ্গেই বিমানটিতে বিকট শব্দ করে বিস্ফোরণ হয়। 

এএনআই-কে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'বিমানটি রানওয়ের দিকে এগোচ্ছিল কিন্তু অবতরণের ঠিক আগে প্রায় ১০০ ফুট দূরে হঠাৎ ভেঙে পড়ে যায়।' অজিত পাওয়ার ছাড়াও বিমানে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী, একজন সহকারী এবং দু'জন ক্রু সদস্য। এছাড়াও ছিলেন পাইলট ইন-কমান্ড সুমিত কাপুর ও ফার্স্ট অফিসার সম্ভাবী পাঠক।  

প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, ভেঙে পড়ার সময়ে পরপর ৫টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঝলসে যায় আগুনে। ফলে সওয়ারী কারওই বেঁচে থাকার কোনও আশা ছিল না। 

আরও একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'আমি বিমানটি ভেঙে পড়তে দেখলাম। মনে হচ্ছিল এটি বিধ্বস্ত হবে। গ্রাম থেকে অনেকটাই দূরে ঘটে দুর্ঘটনা। প্রথমে বুঝতে পারিনি, বিমানটি কার। ভেবেছিলাম এখানে একটি পাইলট প্রশিক্ষণকেন্দ্র রয়েছে, সেখানকারই বিমান। পরে জানতে পারি এটি অজিত দাদার।'

Advertisement

বরামতির এসপি বলেন, 'বরামতির বিমানবন্দরে অবতরণের সময়ে এই বিমানটি ভেঙে পড়ে। বিমান থেকে প্রথমে ৩টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও প্রাথমিক ভাবে কোনও শবদেহের পরিচয় বোঝা যায়নি।' 

উল্লেখ্য, অজিত পাওয়ার যে বিমান বরামতি যাচ্ছিলেন সেই লিয়ারজেট ৪৫ ফ্লাইটটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নন-শিডিউলড চার্টার বিমান পরিচালনকারী সংস্থা VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। লিয়ারজেট ৪৫ একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন সুপার লাইট বিজনেস জেট। যেটি উচ্চগতি, জ্বালানি সাশ্রয় এবং উচ্চতায় ক্রজিং ক্ষমতার জন্য পরিচিত। এই বিমানটি সাধারণত স্বল্প ও মাঝারি দূরত্বের সফরের জন্য ব্যবহৃত হয়। বিমানটির ডানার প্রস্থ প্রায় ৪৭ ফুট এবং ওজন ৯ হাজার ৭৫২ কিলোগ্রাম। 

 

POST A COMMENT
Advertisement