Delhi Explosion Updateসোমবার সন্ধেয় কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর। আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ যায় ৯ জনের। আহত ২০ জন। গোয়েন্দা সূত্রে খবর, একটি আই২০ গাড়িতে বিস্ফোরক ছিল। সেই গাড়িতে ছিল ডাঃ উমর মহম্মদ। তার সঙ্গে ফরিবাদের টেরর মডিউলের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই সেই আই২০ গাড়িতে থেকে পাওয়া দেহাংশের ডিএনএ টেস্ট করছে। তারা নিশ্চিত হতে চাইছে সেই গাড়িতে উপস্থিত ব্যক্তি ডাঃ ওমার মহম্মদ কি না।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাই অ্যালার্টে চলে গিয়েছে গোটা দেশ। জোর কদমে চলছে তল্লাশি।
উমরের ভাইদের এবং মাকে আটক করা হয়েছে
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ডাঃ উমরের দুই ভাই আশিক আহমেদ এবং জাহুর আহমেদকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, উমরের মা শামিমা বানোকেও পুলওয়ামা থেকে আটক করা হয়েছে বলে খবর। পাশাপাশি আরও ৬ জনকে কাশ্মীর থেকে আটক করেছে পুলিশ।
ফরিদাবাদে চলছে জোরকদমে তল্লাশি
এই বিস্ফোরণের পর থেকেই ফরিদাবাদেও শুরু হয়ে গিয়েছে তল্লাশি। সেখানে ১০০০ জন পুলিশকর্মীকে নামানো হয়েছে। ধৌজ, ফাতেহপুর তাগা ভিলেজ এবং আল ফালাহ কলেজে চলছে তল্লাশি। স্থানীয় পুলিশের পাশাপাশি ক্রাইম ব্রাঞ্চ এবং রিজার্ভ পুলিশও এই অপারেশনে অংশগ্রহণ নিয়েছে।
প্রসঙ্গত, সোমবারই ফরিদাবাদে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। তারপর থেকেই দিল্লি পুলিশ ও গোয়েন্দারা উমর মহম্মদকে খুঁজছিলেন। কিন্তু তাকে খুঁজে পাওয়ার আগেই ঘটে যায় বিস্ফোরণ।
লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ
এই বিস্ফোরণের পর সুরক্ষাজনিত কারণে বন্ধ রয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন।
অমিত শাহ মিটিং করবেন
আজ সকাল ১১টায় হাই লেভেল মিটিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে মিটিং-এ থাকবেন আইবি চিফ, হোম সেক্রেটারি, দিল্লি পুলিশ কমিশনার, জম্মু ও কাশ্মীরের ডিজিপি এবং এনআইএ-এর ডিরেক্টর।
বন্ধ থাকবে রেড ফোর্ট
এই ঘটনাটি একবারেই লালকেল্লার কাছে ঘটে। তাই পুলিশ ইতিমধ্যেই ভ্রমণকারীদের জন্য লালকেল্লার দরজা বন্ধ করে দিয়েছে। ১৩ নভেম্বর পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
উমরের ছবি সামনে এসেছে
ইতিমধ্যেই আততায়ী উমরের ছবি সামনে এসেছে। সিসিটিভিতে মিলেছে তার ছবি। পাশাপাশি গাড়িটির ছবিও দেখা যাচ্ছে।
পার্কিং লটে ছিল গাড়িটি
বিস্ফোরণের আগে লালকেল্লার কাছে গোল্ডেন মসজিদের পার্কিংয়ে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়িটি সেখানে দুপুর ৩টে ১৯ মিনিটে ঢোকে। বেরিয়ে যায় ৬টা ৪৮-এ। বিস্ফোরণটি হয় সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিটে।
হাই অ্যালার্ট রয়েছে কলকাতায়
এই বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্ট রয়েছে কলকাতায়। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। পাশাপাশি মেট্রো এবং রেলস্টেশনেও সতর্কতার ছবি চোখে পড়ছে।