তথ্যচিত্র 'কালী'-এর পোস্টার নিয়ে বিতর্কের মধ্যেই পদক্ষেপ টুইটারের। তাদের তরফে 'কালী' ছবির প্রযোজক লীনা মণিমেকলেইয়ের পোস্ট নিষিদ্ধ করা হল। টুইটারেই লীনা 'কালী'-র পোস্টার শেয়ার করেছিলেন। তা সরিয়েও নেওয়া হল।
বিতর্কিত সেই পোস্টারে দেবী কালীকে সিগারেট খেতে দেখা গেছিল। সেই পোস্টারে এলজিবিটি সম্প্রদায়ের একটি পতাকাও দেখা যায়।
এই তথ্যচিত্রটির পোস্টার সামনে আসার পরই বিতর্ক শুরু হয়। একাধিক হিন্দু সংগঠনের তরফে এই পোস্টারের বিরোধিতা করা হয়। তাদের অভিযোগ লীনা মণিমেকলেইয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যা অপরাধ। ওই প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে একাধিক সংগঠন।
আরও পড়ুন : 'উনি তো এখন নার্সারিতে খেলছেন', দিলীপের খোঁচায় কী জবাব বাবুলের?
প্রসঙ্গত, এই পোস্টার নিয়ে একাধিক FIR নথিভুক্ত হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে, এই দাবিতে দিল্লি, উত্তরপ্রদেশ ও মুম্বইতে FIR দায়ের হয়েছে।
উল্লেখ্য, এ রাজ্যেও এই পোস্টার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গতকাল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই পোস্টার নিয়ে যা বলেছিলেন তার বিরোধিতা করেছে BJP। আবার মহুয়া মৈত্রের নিজের দল তৃণমূল কংগ্রেস সাফ জানিয়েছে, ওই সাংসদের বক্তব্য দল কোনওভাবেই সমর্থন করে না। এরপরই আজ সকালে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) টুইটার হ্যান্ডেলটি আনফলো করেন মহুয়া।