Delhi Election : মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দিল্লিতে ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের

দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা। কয়েকদিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে তারা প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা বাতা দেবে। আরও এক কদম এগিয়ে এবার তাদের ঘোষণা মাত্র ৫০০ টাকায় দেওয়া হবে রান্নার গ্যাসের সিলিন্ডার। 

Advertisement
মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দিল্লিতে ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের Delhi Election
হাইলাইটস
  • দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা
  • মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, প্রতিশ্রুতি কংগ্রেসের

দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা। কয়েকদিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে তারা প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা ভাতা দেবে। আরও এক কদম এগিয়ে এবার তাদের ঘোষণা মাত্র ৫০০ টাকায় দেওয়া হবে রান্নার গ্যাসের সিলিন্ডার। 

দ্রব্যমূল্য নিয়ে নাজেহাল দেশবাসী। দিল্লি নির্বাচনের আগে সেই ইস্যুকে হাতিয়ার করছে কংগ্রেস, আমআদমি পার্টির মতো দল। দিল্লিতে ক্ষমতায় এলে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হবে নাগরিকদের। এই দাবি করেছে বিজেপি ও অরবিন্দ কেজরিওয়ালের দল। প্রতিশ্রুতি দেওয়ার সেই দৌড়ে পিছিয়ে নেই কংগ্রেসও। 

দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেভান্থ রেড্ডি। 'মেহঙ্গায় মুক্তি' নামে এক প্রকল্পের সঙ্গে পরিচিত করিয়ে তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে ৫ প্রতিশ্রুতি পূরণ করবে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির কংগ্রেস নেতা দেবেন্দ্র যাদব-সহ অন্য সিনিয়ার নেতারা। 

প্রসঙ্গত, এর আগেই কংগ্রেস ঘোষণা করেছিল বেকার যুবকদের সাড়ে আট হাজার টাকা ভাতা দেওয়া হবে। একই সঙ্গে কংগ্রেসের দাবি, ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে। 

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা ৮ তারিখ। এবছর ভোটে জিতলে হ্যাটট্রিক করবে আম আদমি পার্টি। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে তারা। 

বিজেপি দিল্লিতে শেষবারের মতো ক্ষমতায় ছিল ১৯৯৮ সালে। গত বিধানসভা ভোটে তারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল। সুতরাং তাদের লক্ষ্য আপকে পিছনে ফেলে এক নম্বরে এগিয়ে আসা। যদিও কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই। তারাও আশাবাদী।    
 

POST A COMMENT
Advertisement