Garib Rath Express: গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা, জখম মহিলা যাত্রী

লুধিয়ানা থেকে দিল্লিগামী একটি গরিব রথ এক্সপ্রেসে শনিবার সকালে আচমকাই আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের একটি কামরা। ঘটনায় জখম হয়েছেন এক মহিলা যাত্রী। কীভাবে ট্রেনে ওই কামরায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

Advertisement
গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা, জখম মহিলা যাত্রী গরিব রথ এক্সপ্রেসে আগুন
হাইলাইটস
  • গরিব রথ এক্সপ্রেসে শনিবার সকালে আগুন লেগে যায়
  • দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা
  • এক মহিলা যাত্রী আহত হয়েছেন

ফের দুর্ঘটনার কবলে ট্রেন। এবার অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে। জানা গিয়েছে, শনিবার সকালে লুধিয়ানা থেকে দিল্লিগামী অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসে আচমকাই আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে সরহিন্দ রেল স্টেশনের কাছে। স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আধ কিলোমিটার পথ এগোতেই আচমকাই একটি কামরায় ধোঁয়া ভরে যায়। চোখের পলকে দাউ দাউ করে জ্বলতে থাকে কামরাটি। সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেনটি। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন রেলকর্মীরা। 

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ। যাত্রীদের সুরক্ষিত ভাবে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আগুনও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এক মহিলা যাত্রী জখম হয়েছে অগ্নিকাণ্ডের জেরে। তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই আধিকারিক আরও জানান, আগুন সীমিত অংশে লেগেছিল তা খুব একটা ছড়াতে পারেনি। দ্রুত অগ্নিনির্বাপক টিমের তৎপরতায় তা নেভানো সম্ভব হয়। নির্দিষ্ট কামরাটি সম্পূর্ণ খালি করে বাকি যাত্রীদের অন্য কামরায় পাঠিয়ে ফের ট্রেনটিকে গন্তব্যের দিকে রওনা করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।  

তবে ঠিক কী কারণে আগুন লাগে ট্রেনের ওই কামরায় তা অবশ্য এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রেল। গোটা ঘটনায় চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিৎকার শুরু হয় ট্রেনের কামরায়। এক মহিলা যাত্রী আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যেও। 

 

POST A COMMENT
Advertisement