দুবাইয়ে ভেঙে পজ়ল তেজস বিমানদুবাইতে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। শুক্রবার বেলা ২টো ১০ মিনিটে (ভারতীয় সময় ৩টে ৪০ মিনিট) যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। এরপর আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলে ওঠে। ফাইটার জেটের পাইলটের মৃত্যু হয়। কীকরে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।
এদিন আকাশে খেলা দেখাচ্ছিল তেজস লড়াকু বিমান। ঠিক সেই সময় বাঁক নিতে গিয়ে হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ। কয়েক সেকেন্ডের মধ্যেই সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পাইলটের শারীরিক অবস্থার কথা জানা যায়নি। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, পাইলট বেরোতে পেরোছেন কিনা, গোটাটাই অস্পষ্ট। প্রতিরক্ষা দফতরের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।
Indian HAL Tejas fighter jet crashed during a demonstration flight on Friday, November 21, 2025, around 2:10 PM local time in Dubai.
— Manakdeep Singh Kharaud (@Iam_MKharaud) November 21, 2025
These reports are very new, and confirmation from official Indian or UAE authorities is pending.#DubaiAirShow #Tejas pic.twitter.com/wU2XAP1IlC
তেজস বিমান কী?
ভারতীয় বায়ুসেনার তেজস বিমানটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এটি হালকা এবং দ্রুতগামী। তেজস তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। এটি একটি ৪.৫ প্রজন্মের বিমান। ফলে প্রযুক্তির দিক থেকে পুরনো নয়। তেজসের গড়ন ছোট এবং হালকা। এটা সুপারসনিক বিমান। সোজা ভাষায়, শব্দের গতির চেয়ে দ্রুত উড়তে পারে তেজস।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এয়ার শো হয় দুবাইতে। যেখানে বিশ্বজুড়ে বিমান সংস্থা এবং সামরিক নির্মাতারা তাদের প্রযুক্তি প্রদর্শন করে। এই দুর্ঘটনার পর তেজসের প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আপৎকালীন দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমান কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।