TET পাশ না করেও মাদ্রাসায় শিক্ষকতা? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মাদ্রাসা শিক্ষকদের অবসর গ্রহণের ৫ বছর বাকি থাকলে TET পাশ না করেও শিক্ষকতা করার সুযোগ পাবেন তারা। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অনেক ক্ষেত্রেই মাদ্রাসার শিক্ষকরা TET উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও বছরের পর বছর শিক্ষকতা করে চলেছেন। তাদের বিরুদ্ধে কেন কোনও আইনি পদক্ষেপ নেওয়া যায়নি?

Advertisement
TET পাশ না করেও মাদ্রাসায় শিক্ষকতা? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টেরমাদ্রাসা স্কুল
হাইলাইটস
  • অবসর গ্রহণের ৫ বছর বাকি থাকলে TET পাশ না করেও শিক্ষকতা করা যাবে
  • মাদ্রাসা নিয়ে সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ
  • RTE-এর অনেক ধারাই লাগু হয় না মাদ্রাসা শিক্ষকতার ক্ষেত্রে

TET পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, যে সমস্ত শিক্ষক ৫ বছর পর অবসর নেবেন তারা TET পাশ না করলেও পড়াতে পারবেন। তবে সেই সময়ের মধ্যে তাদের পদন্নোতি হবে না। আর যাতে অবসর গ্রহণ করতে ৫ বছরের বেশি সময় বাকি, তাদের ২ বছরের মধ্যে TET পাশ করতে হবে। তবে বিষয়টির পরবর্তী শুনানির জন্য পাঠানো হয়েছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে। 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, অনেক মাদ্রাসায় শিক্ষকরা TET উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও ২০ বছরের অধিক সময় ধরে শিক্ষকতা করে চলেছেন। অথচ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে TET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়। এই বিষয়টির উপরই এবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবনাচিন্তা করা উচিত। 

প্রসঙ্গত, RTE অর্থাৎ Right To Education-এর অনেক ধারাই মাদ্রাসার ক্ষেত্রে লাগু হয় না। এখন দেখার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ মাদ্রাসার উপর RTE-র ধারাগুলি আরোপ করে কি না, অথবা TET অনুত্তীর্ণ শিক্ষকদের মাদ্রাসায় আর শিক্ষকতা করার অনুমতি থাকে কি না। এর আগে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে রাজ্যে রাজ্যে। 

 

POST A COMMENT
Advertisement