Maha Kumbh Bathing: মহাকুম্ভে মেয়েদের স্নানের VIDEO সোশ্যাল মিডিয়ায় বিক্রি চলছে? তদন্ত শুরু

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের ভিডিও তুলে তা সমাজমাধ্যমে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই দু’টি সমাজমাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার।

Advertisement
মহাকুম্ভে মেয়েদের স্নানের VIDEO সোশ্যাল মিডিয়ায় বিক্রি চলছে? তদন্ত শুরুপ্রয়াগরাজে পুণ্যস্নান -- ফাইল ছবি
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের ভিডিও তুলে তা সমাজমাধ্যমে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
  • অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই দু’টি সমাজমাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের ভিডিও তুলে তা সমাজমাধ্যমে বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই দু’টি সমাজমাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযোগটি আসে গত ১৭ ফেব্রুয়ারি। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হচ্ছে বলে অভিযোগ দায়ের হয়। এরপর ২১ ফেব্রুয়ারি আরও একটি অভিযোগ উঠে আসে, যেখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে একই ধরনের ভিডিও বিক্রি করার তথ্য মেলে। পুলিশ জানিয়েছে, মেটার সাহায্যে অন্যান্য সন্দেহজনক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্ত অভিযুক্তকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহাকুম্ভের সময় সমাজমাধ্যমে বিভ্রান্তিকর বা আপত্তিকর বিষয় ছড়ানো রুখতে বিশেষ নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, "মহিলাদের গোপনীয়তা রক্ষায় কোনও আপস করা হবে না। এমন জঘন্য কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।" পুলিশের সমাজমাধ্যম মনিটরিং দল জানিয়েছে, বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ভিডিও আপলোডের প্রমাণ মিলেছে। ফলে কোতওয়ালি কুম্ভমেলা থানায় একাধিক অভিযোগ দায়ের করে পদক্ষেপ শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ইতিমধ্যেই অগ্নিকাণ্ড, পদপিষ্টের ঘটনা এবং পুণ্যার্থীদের মৃত্যুর মতো একাধিক দুর্ঘটনা ঘটেছে। ফলে যোগী আদিত্যনাথ সরকারের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল আগেই। তার মধ্যেই মহিলাদের ভিডিও তুলে বিক্রির ঘটনা নতুন করে প্রশাসনকে বিড়ম্বনায় ফেলেছে। কুম্ভমেলার নিরাপত্তা ও শালীনতা বজায় রাখতে প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন পুণ্যার্থীরা।
 

 

POST A COMMENT
Advertisement