Narendra Modi : কুম্ভ শেষ হতেই ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন...

বুধবার শেষ হয়েছে মহাকুম্ভ। কোটি কোটি মানুষ এবার এসেছিলেন কুম্ভে। মেলা শেষ হওয়ার পরই কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতবড় সমারোহকে সফলভাবে সমাপ্ত করার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশ সরকারকে।

Advertisement
কুম্ভ শেষ হতেই ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন... Narendra Modi
হাইলাইটস
  • কুম্ভ মেলা শেষ হওয়ার পরই কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এতবড় সমারোহকে সফলভাবে সমাপ্ত করার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশ সরকারকে

বুধবার শেষ হয়েছে মহাকুম্ভ। কোটি কোটি মানুষ এবার এসেছিলেন কুম্ভে। মেলা শেষ হওয়ার পরই কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতবড় সমারোহকে সফলভাবে সমাপ্ত করার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশ সরকারকে। এই মেলা আয়োজন করা ও সফলভাবে সম্পন্ন করা যে কঠিন ছিল তা মেনে নিলেন নমো। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে লেখেন, 'মহাকুম্ভ শেষ হল। এত বড় আয়োজন করা সহজ ছিল না। যেভাবে ১৪০ কোটি মানুষ ৪৫ দিনের মধ্যে এক জায়গায় সমবেত হলেন, মিলেমিশে থাকলেন তা শিক্ষণীয়। কুম্ভ শে, হওয়ার পর মাথায় যে ভাবনাচিন্তা এসেছে তা তুলে ধরার চেষ্টা করছি।' 

এতবড় আয়োজন করলে সবার মন জেতা সম্ভব নয়। তা বিলক্ষণ জানেন নমো। সেজন্য কুম্ভে এসে কেউ বিপদে পড়লে, অসুবিধার মুখোমুখি হলে তার জন্য ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এত বড় অনুষ্ঠানের আয়োজন করা সহজ নয়। হে মা গঙ্গা-যমুনা-সরস্বতী তোমাদের পুজো করতে গিয়ে যদি কোনও ভুল হয় চাহলে ক্ষমা কোরো। সাধারণ মানুষকেও আমি ভগবানের চোখে দেখি। কুম্ভে এসে তারা কোনও অসুবিধায় পড়লেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।' 

কুম্ভ এখন গবেষণার বিষয় হয়ে উঠেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'মহাকুম্ভে ভক্তদের ব্যাপক অংশগ্রহণ শুধু একটি রেকর্ড নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে। কুম্ভ এখন গবেষণার বিষয় হয়ে উঠেছে।' 

ধর্ম-বর্ণ নির্বিশেষে কুম্ভ মহাসমারোহে পরিকণ হয়েছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, 'এই মহা কুম্ভে সমাজের সব শ্রেণির এবং প্রতিটি ক্ষেত্রের মানুষ অংশ নিয়েছিলেন। 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর এই অবিস্মরণীয় দৃশ্য লক্ষ লক্ষ ভারতীয় দেখেছে। তাঁদের একত্রিত করেছে।' 

POST A COMMENT
Advertisement