scorecardresearch
 

India Covid-19 Tally: দেশে করোনার বলি ৪ লাখ পার, মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজার

দেশের মধ্যে মহারাষ্ট্র ৮টি রাজ্যের মধ্যে একটি যেখানে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ১০ হাজারের বেশি। সেই সঙ্গে সেখানে পজ়িটিভিটি রেট বর্তমানে ১০ শতাংশের কিছুটা বেশি। অপেক্ষাকৃভাবে পশ্চিবঙ্গের অবস্থা অনেকটাই ভাল। দৈনিক সংক্রমণ থেকে আক্রান্তের শতাংশ হারে অনেকটাই পিছনে এখন বাংলা। 

Advertisement
বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা
হাইলাইটস
  • গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র ছাড়া দৈনিক মৃত্যু ১০০ বেশি দেখা গিয়েছে শুধুমাত্র কেরলে
  • বাকি সব রাজ্যেই তা ৫০-শের গণ্ডিতেই রয়েছে
  • বর্তমানে সর্বাধিক সংক্রমণের তালিকায় রয়েছে ৫টি রাজ্য

ছাড় মিলতেই ফের দেশের করোনার(Corona) গ্রাফ উর্দ্ধমুখি। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরপর দু'সপ্তাহ দৃদ্ধির হার কম থাকার পর এক লাফে ৪০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সংক্রমণ। দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। হঠাৎ করেই সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে ৩ হাজার ৫০৯। যা তার আগের দিন পর্যন্ত ছিল দৈনিক ১৫০-এর কাছাকাছি। তাদের এই নতুন তথ্য সামনে আসার পরই ফের বিপদের প্রমাদ গুণতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারকাষ্ট্রের দৈনিক মৃত্যুর সংখ্যায় হঠাৎ বৃদ্ধির কারণেই এবার গোটা দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৮ হাজার ৪৮০ জন। 

দেশের মধ্যে মহারাষ্ট্র ৮টি রাজ্যের মধ্যে একটি যেখানে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ১০ হাজারের বেশি। সেই সঙ্গে সেখানে পজ়িটিভিটি রেট বর্তমানে ১০ শতাংশের কিছুটা বেশি। অপেক্ষাকৃভাবে পশ্চিবঙ্গের অবস্থা অনেকটাই ভাল। দৈনিক সংক্রমণ থেকে আক্রান্তের শতাংশ হারে অনেকটাই পিছনে এখন বাংলা। 

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি রাজ্যে এভাবেই দৈনিক মৃত্যুর সংখ্যায় পুরনো সংখ্যা যোগ করে দেওয়ায় দেশের মৃত্যুর হার লাফিয়ে বেড়েছিল। এবার তাই স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেখা হচ্ছে মহারাষ্ট্রের ক্ষেত্রেও সেই কাজই করা হয়েছে কী না।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র ছাড়া দৈনিক মৃত্যু ১০০ বেশি দেখা গিয়েছে শুধুমাত্র কেরলে। বাকি সব রাজ্যেই তা ৫০-শের গণ্ডিতেই রয়েছে। বর্তমানে সর্বাধিক সংক্রমণের তালিকায় রয়েছে ৫টি রাজ্য যার মধ্যে কেরালা সর্বাধিক ১৬,৮৪৮, মহারাষ্ট্রে ৯,৩৮৯, অন্ধ্রপ্রদেশ ২,৪৯৮, ওড়িষা ২,০৮৫ এবং তামিলনাড়ু ১,৯০৪।   

Advertisement
Advertisement