Mahua Moitra: 'আমাদের IQ বিজেপি ক্যাডারদের মতো ভাববেন না,' কমিশনের যুক্তিকে 'হাস্যকর' বললেন মহুয়া

'ভোট চুরি'-র অভিযোগ ঘিরে তোলপাড় দেশ। রাহুল গান্ধী সহ INDIA জোটের নেতৃত্ব এই অভিযোগ নিয়ে পথে নেমেছে কমিশনের বিরুদ্ধে। পাল্টা সাংবাদিক বৈঠক করে সাফাই দিয়েছে কমিশনও। তাদের বক্তব্যকে এবার হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement
'আমাদের IQ বিজেপি ক্যাডারদের মতো ভাববেন না,' কমিশনের যুক্তিকে 'হাস্যকর' বললেন মহুয়ামহুয়া মৈত্র, জ্ঞানেশ কুমার
হাইলাইটস
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ মহুয়ার
  • তাদের যুক্তিকে হাস্যকর বলে কটাক্ষ
  • কোন দুই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ?

রাহুল গান্ধীর 'ভোট চুরি'-র অভিযোগ এবং বিরোধী শিবিরের SIR নিয়ে আপত্তির জবাব দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার এই মর্মে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে তাঁর বক্তব্যকে 'হাস্যকর' বলে উল্লেখ করেছেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের কটাক্ষ,'আমাদের IQ BJP ক্যাডারদের মতো ভাববেন না স্যার।'

মূলত, কমিশনের দুটি বক্তব্য তুলে ধরে সমালোচনা করেছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তাপ্রকাশ করেন তিনি প্রশ্ন করেন, 'বিহারের SIR-এর প্রাথমিক পর্যায়ের শেষে যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে প্রায় ২২ লক্ষ ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। কয়েকমাস আগেই তালিকা সংশোধনীর পরেও এত লক্ষ মৃত ভোটার কোথা থেকে এল?' রবিবারের সাংবাদিক বৈঠকে কমিশন দাবি করেছে, মৃতের সংখ্যা গত কয়েক বছরের হিসেব ধরে করা হয়েছে। এখানেই মহুয়ার প্রশ্ন,'কমিশন জানাল, শেষ কয়েক বছরের হিসেবে ২২ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তা হলে এতদিন সেই নাম বাদ যায়নি কেন? মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্ব কার? গত কয়েক বছর ধরে এত লক্ষ মৃত ভোটারের নাম তালিকায় থাকলে, তার দায় তো নির্বাচন কমিশনকেই নিতে হবে।'

মহুয়ার বক্তব্য, ‘আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম বলেই শীর্ষ আদালত বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করতে বলেছে। সেই তালিকা প্রকাশ না করলে মানুষ বুঝবে কী করে কোথায় কারচুপি হয়েছে? আপনারা (নির্বাচন কমিশন) তো নিজে থেকে তালিকা প্রকাশ করেননি।’

এদিকে, নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের পর সোমবারই তড়িঘড়ি আলোচনায় বসছে ইন্ডিয়া জোটের দলগুলি। পার্লামেন্টে হাউস কমপ্লেক্স-এ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠক ডাকা হয়েছে সোমবার সকালে। বিরোধী দলের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে ‘ভোট কারচুপি’ নিয়ে আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement