মা তুলে গালি বিতর্ক: 'দিদি, ও ও ও ও দিদি,' মোদীর সেই সম্বোধন মনে করালেন TMC র মহুয়া

বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের প্রতিবাদ কর্মসূচি থেকে নরেন্দ্র মোদী ও তাঁর মাকে গালিগালাজ করার অভিযোগে মঙ্গলবার সরব হন প্রধানমন্ত্রী। তাঁর স্বর্গীয় মা-কে অসম্মান করা নিয়ে ফুঁসে ওঠেন তিনি। পাল্টা তাঁকে একগুচ্ছ উদাহরণ স্মরণ করালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement
মা তুলে গালি বিতর্ক: 'দিদি, ও ও ও ও দিদি,' মোদীর সেই সম্বোধন মনে করালেন TMC র মহুয়ানরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র
হাইলাইটস
  • তাঁর মাকে গালিগালাজ করার অভিযোগে মঙ্গলবার সরব হন প্রধানমন্ত্রী
  • স্বর্গীয় মা-কে অসম্মান করা নিয়ে ফুঁসে ওঠেন নমো
  • পাল্টা উদাহরণ টেনে কী স্মরণ করালেন মহুয়া?

'আমার স্বর্গীয় মা-কেও ছাড়ল না।' বিহারের এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে কংগ্রেস এবং RJD-র বিরুদ্ধে তাঁর প্রয়াত মা-এর নামে গালিগালাজ করার বিরোধিতায় সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুকথা নিয়ে পাল্টা তাঁকেই তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে করা মোদীর মন্তব্যও টেনে আনলেন তিনি।  

কী বললেন মহুয়া?
নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে এক্স হ্যান্ডল পোস্টে মহুয়া লেখেন, 'যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার ধারে দাঁড়িয়ে টিটকিরি দেওয়ার মতো করে দিদি ও দিদি বলে ডেকেছিলেন? সনিয়া গান্ধীকে কংগ্রেস কি বিধবা কিংবা জার্সি কাউ কটাক্ষ করেছিলেন? আবার শশী থারুরের স্ত্রীকে ৫০ কোটির গার্লফ্রেন্ড বলেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রীজিই তো এই মন্তব্যগুলি করেছিলেন। তার বেলা? এখন এসে আপনার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কথাটা ঠিক মেনে নেওয়া গেল না।'

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল নরেন্দ্র মোদীর 'দিদি ও দিদি' স্লোগান। তৃণমূল সরকারের দুর্নীতি এবং অপশাসনের প্রতিবাদে বাংলার মানুষের সমর্থন আদায় করতে বাংলায় তাঁর একাধিক সভা থেকে এই স্লোগান তুলতেন প্রধানমন্ত্রী। সে সময়ে ভাইরাল হয় মোদীর এই স্লোগান। 


ইস্যুটি কী?
ঘটনার সূত্রপাত বিহারে। SIR-এর প্রতিবাদে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের একটি কর্মসূচি ছিল। বিহারের দ্বারভাঙার সেই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশে কুকথা ভেসে আসার অভিযোগ ওঠে। 

সরব প্রধানমন্ত্রী
মৃত মায়ের নামে কুকথা বলার অভিযোগে সরাসরি কংগ্রেস এবং RJD-কে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলসেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আমার স্বর্গীয় মা রাজনীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না। RJD-কংগ্রেস তাঁকে নিয়েও কুকথা বলতে ছাড়ল না।' তাঁর সংযোজন, 'এই কুকথা কেবলমাত্র আমার মায়ের অপমান নয়। এটি দেশের সকল মা-বোন এবং মেয়েদের অপমান। আমি জানি, আমার মনে যে যন্ত্রণা হচ্ছে বিহারবাসীও সেই একই যন্ত্রণায় ভুগছেন।'

Advertisement

আবেগপ্রবণ হয়ে তিনি আরও বলেন, 'আমার মা অসুস্থ হয়ে পড়তেন, তা-ও কাজ করে যেতেন। তিনি একটা একটা করে পয়সা জমিয়ে আমাদের জাপাকাপড় কিনে দিতেন। আমাদের দেশে কোটি কোটি মা আছেন। যে কোনও দেবদেবীর থেকে মায়ের স্থান উঁচুতে।' এরপরই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নাম না করে তিনি কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, 'রাজার ঘরে জন্ম নেওয়া রাজপুত্রেররা একজন দরিদ্র মায়ের এবং তাঁর ছেলের সংগ্রাম বুঝতে পারবে না। তাঁরা সোনা-রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন।'
 

 

POST A COMMENT
Advertisement