Kharge-Sitharaman: নির্মলাকে 'মাতাজি' সম্বোধন খাড়গের, ধনখড় বললেন, 'উনি আপনার মেয়ের মতো'

কেন্দ্রীয় বাজেট নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই রাজ্যসভায় হাসির রোল উঠল বুধবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এদিন মাতাজি বলে সম্বোধন করেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। যা শুনে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় খাড়গেকে বললেন, 'উনি আপনার মেয়ের মতো।'

Advertisement
নির্মলাকে 'মাতাজি' সম্বোধন খাড়গের, ধনখড় বললেন, 'উনি আপনার মেয়ের মতো'জগদীপ ধনখড়, নির্মলা সীতারামন, মল্লিকার্জুন খাড়গে। (বাঁ দিক থেকে)।
হাইলাইটস
  • রাজ্যসভায় হাসির রোল উঠল বুধবার।
  • নির্মলা সীতারামনকে এদিন মাতাজি বলে সম্বোধন।
  • ধনখড় খাড়গেকে বললেন, 'উনি আপনার মেয়ের মতো।'


কেন্দ্রীয় বাজেট নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই রাজ্যসভায় হাসির রোল উঠল বুধবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এদিন মাতাজি বলে সম্বোধন করেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। যা শুনে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় খাড়গেকে বললেন, 'উনি আপনার মেয়ের মতো।'

ঠিক কী ঘটেছে? 
 বাজেট নিয়ে রাজ্যসভায় আলোচনার সময় উচ্চকক্ষের বিরোধী দলনেতা খাড়গে বলেন যে, দুই রাজ্য ছাড়া বাকি সব রাজ্যের প্লেট এবার বাজেটে খালি। তাঁর কথায়, 'গতকাল বাজেট পেশ করা হয়েছে। কেউ কিছু পায়নি। শুধু দু'জন ছাড়া। পকোড়া এবং জিলিপি দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। বিহারে নীতীশ কুমার এবং অন্ধ্রে চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে তৃতীয় বার সরকার গড়তে হয়েছে মোদী বাহিনীকে। এই প্রেক্ষাপটে ওই দুই রাজ্যের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ঘিরে আলোচনা শুরু হয়েছে। 

এই প্রসঙ্গে খাড়গে বলেন, 'এরকম বাজেট আগে কখনও দেখিনি। কুর্সি ধরে রাখার জন্য তোষামোদের বাজেট। ধিক্কার জানাচ্ছি।'

এরপরেই রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় খাড়গেকে অনুরোধ করেন যাতে সীতারামন এর জবাব দেন। যা শুনে খাড়গে বলেন, 'আমার বলা শেষ করতে দিন। জানি, মাতাজি তো কথা বলতে এক্সপার্ট।' একথা শোনামাত্রই ধনখড় বলেন, 'মাতাজি নয়। উনি আপনার মেয়ের মতো।' যা শুনে হাসির রোল ওঠে রাজ্যসভায়। 

পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন যে, কোনও রাজ্যকেই বঞ্চিত করা হয়নি। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবির মানুষকে ভুল বোঝাচ্ছে। 

অন্য দিকে, বাজেটে বাংলার জন্য কিছু বরাদ্দ করা হয়নি বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের ২৪ ঘণ্টা পর তার জবাব দিলেন  সীতারামন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিজেদের সংশোধন করার পরামর্শ দিলেন তিনি। বললেন, 'পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের সংশোধন করা। বাজেট বক্তৃতায় যদি নির্দিষ্ট রাজ্যের নাম না থাকে তার মানে কি এটা দাঁড়ায় যে অন্য রাজ্য কোনও সুবিধা পাবে না? অন্য রাজ্যের নাম না করা মানে এটা নয় যে, সরকারের স্কিম, প্রোগ্রাম, বিশ্বব্যাঙ্ক থেকে পাওয়া সুবিধা সেই রাজ্য পাবে না। কোনও রাজ্যের নাম না করা মানে তাদের জন্য বরাদ্দ হয়নি, এমনটাও নয়। রুটিনমাফিক যা যা পাওয়ার সব রাজ্যই তা পেয়ে থাকে। বাজেটে নাম উল্লেখ না করলেও।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement