কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে CWC-এর নতুন দল ঘোষণা করেছেন। খাড়গে তাঁর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শশী থারুর এবং রাজস্থান কংগ্রেস নেতা সচিন পাইলটকে তাঁর দলে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া গান্ধী পরিবারের তিন মুখকেই রাখা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। এই দলে খার্গের পরে নাম রয়েছে সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং-এল। এরপর রাহুল গান্ধী, অধীররঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার ও দিগ্বিজয় সিং-এর নামও রয়েছে।
অনেক তরুণ মুখ এই দলে জায়গা পেয়েছেন, যার মধ্যে রাহুল গান্ধীর পাশাপাশি সচিন পাইলট, চরণজিৎ সিং চান্নি, কুমারী শৈলজা, দীপেন্দ্র সিং হুডা, গৌরব গগৈ এবং রণদীপ সিং সুরজেওয়ালা সহ অনেক নাম রয়েছে। এছাড়া ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনিকেও জায়গা দেওয়া হয়েছে খার্গের দলে। সম্প্রতি তার ছেলে অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিয়েছেন, যাকে বিজেপি তার জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।
এই ব্যক্তিরা CWC-তে স্থান পেয়েছেন
মল্লিকার্জুন খার্গের CWC-তে শশী থারুর, রাজস্থান কংগ্রেস নেতা সচিন পাইলট, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, মীরা কুমার সহ অনেক নেতার নাম রয়েছে।
The Congress President Shri @kharge has constituted the Congress Working Committee.
— Congress (@INCIndia) August 20, 2023
Here is the list: pic.twitter.com/dwPdbtxvY5
কেসি ভেনুগোপাল রিলিজ প্রকাশ করেছেন
পার্টির সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের জারি করা রিলিজ অনুসারে, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ৩৯ জন সদস্য, ৩২ জন স্থায়ী আমন্ত্রিত এবং ৯ জন বিশেষ আমন্ত্রিতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কংগ্রেসের চারটি অগ্রগামী সংগঠন অর্থাৎ- যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেস এবং সেবাদলের প্রধানরা CWC-এর পদাধিকারবলে সদস্য হবেন।
খার্গে ২০২২ সালের অক্টোবরে কংগ্রেস সভাপতি হন
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে গত বছরের অক্টোবরে নির্বাচনের পর সভাপতির দায়িত্ব নেন। প্রায় ১০ মাস পর তিনি কার্যনির্বাহী কমিটি গঠন করেছেন।
CWC সদস্য
১. মল্লিকার্জুন খার্গে
২. সোনিয়া গান্ধী
৩. ডঃ. মনমোহন সিং
৪. রাহুল গান্ধী
৫. অধীর রঞ্জন চৌধুরী
৬. এ কে অ্যান্টনি
৭. অম্বিকা সোনি
৮. মীরা কুমার
৯. দিগ্বিজয় সিং
১০. পি চিদাম্বরম
১১. তারিক আনোয়ার
১২. লাল থানহাওলা
১৩. মুকুল ওয়াসনিক
১৪. আনন্দ শর্মা
১৫. অশোকরাও চহ্বান
১৬. অজয় মাকেন
১৭. চরণজিৎ সিং চান্নি
১৮. প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা
১৯. কুমারী শৈলজা
২০. গাইখাংগাম গাংমাই
২১. এন রঘুবীর রেড্ডি
২২. শশী থারুর
২৩. তাম্রধ্বজ সাহু
২৪. অভিষেক মনু সিংভি
২৫. সালমান খুরশিদ
২৬. জয়রাম রমেশ
২৭. জিতেন্দ্র সিং
২৮. রণদীপ সিং সুরজেওয়ালা
২৯. সচিন পাইলট
৩০. দীপক বাবারিয়া
৩১. জগদীশ ঠাকুর
৩২. জিএ মীর
৩৩. অবিনাশ পান্ডে
৩৪. দীপা দাসমুন্সি
৩৫. মহেন্দ্রজিৎ সিং মালভিয়া
৩৬. গৌরব গগৈ
৩৭. সৈয়দ নাসির হুসেন
৩৮. কমলেশ্বর প্যাটেল
৩৯. কেসি ভেনুগোপাল
স্থায়ী আমন্ত্রিত
১. বীরাপ্পা মইলি
২. হরিশ রাওয়াত
৩. পবন কুমার বানসাল
৪. মোহন প্রকাশ
৫. রমেশ চেন্নিথালা
৬. বি কে হরিপ্রসাদ
৭. প্রতিভা সিং
৮. মনীশ তিওয়ারি
৯. তারিক হামিদ কারা
১০. দীপেন্দ্র সিং হুডা
১১. গিরিশ রায় চোডনকর
১২. টি সুব্রামি রেড্ডি
১৩. কে রাজু
১৪. চন্দ্রকান্ত হান্দোর
১৫. মীনাক্ষি নটরাজন
১৬. ফুলো দেবী নেতাম
১৭. দামোদর রাজ নরসিংহ
১৮. সুদীপ রায় বর্মণ