Indian politics 2025: 'RSS-কে আবার ব্যান করা হোক,' দাবির পিছনে কী যুক্তি দিলেন মল্লিকার্জুন খাড়গে?

'RSS এর উপর ফের নিষেধাজ্ঞা জারি করা হোক,' বললেন মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'সর্দার প্যাটেলই আরএসএস ও জামাত ই ইসলামির ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন।'

Advertisement
'RSS-কে আবার ব্যান করা হোক,' দাবির পিছনে কী যুক্তি দিলেন মল্লিকার্জুন খাড়গে?'RSS-কে আবার ব্যান করা হোক,' দাবির পিছনে কী যুক্তি দিলেন মল্লিকার্জুন খাড়গে?
হাইলাইটস
  • 'RSS এর উপর ফের নিষেধাজ্ঞা জারি করা হোক,' বললেন মল্লিকার্জুন খাড়গে।
  • এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন কংগ্রেস সভাপতি।
  • মল্লিকার্জুন খাড়গের দাবি, একমাত্র কংগ্রেসই সর্দার বল্লভভাই প্যাটেলের প্রকৃত মর্যাদা রক্ষা করেছে।

'RSS এর উপর ফের নিষেধাজ্ঞা জারি করা হোক,' বললেন মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'সর্দার প্যাটেলই আরএসএস ও জামাত ই ইসলামির ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন। আজ যদি সেই সংগঠনগুলির সঙ্গেই সরকারি কর্মীদের যুক্ত করা হয়, তা হলে সেটা সর্দার প্যাটেলকেই অপমানের সামিল।' কংগ্রেস সভাপতির বক্তব্য, 'যদি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিই সর্দার প্যাটেলকে সম্মান করেন, তবে তাঁর দেখানো পথেই চলা উচিত। আজ দেশের আইনশৃঙ্খলার যা অবস্থা, তার জন্য দায়ী বিজেপি ও আরএসএস।'

এরপরেই তিনি বলেন, 'আরএসএসের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করা হোক।'

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন কংগ্রেস সভাপতি। বলেন, 'মোদীজি সব সময় বলে বেড়ান, আমি এই করেছি, আমি ওই করেছি, ওমুকটা আমার বানানো। কিন্তু একটা দেশ কখনও একটা মাত্র লোকের ভরসায় চলে না।'

তিনি বলেন, 'সরকার বদলায়, নেতা বদলায়, কিন্তু দেশের অগ্রগতির পিছনে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকে। এটা ভুলে গেলে চলবে না।'

মল্লিকার্জুন খাড়গের দাবি, একমাত্র কংগ্রেসই সর্দার বল্লভভাই প্যাটেলের প্রকৃত মর্যাদা রক্ষা করেছে। বলেন, 'আমরা তাঁকে নেহরু, ইন্দিরার মতোই মর্যাদা দিয়েছি।' 

প্যাটেল ও নেহরুর সম্পর্ক
প্রধানমন্ত্রীর এক সাম্প্রতিক মন্তব্য নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দেন খাড়গে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'সর্দার প্যাটেল এটাই চাইতেন যাতে কাশ্মীর পুরোপুরিভাবে ভারতের অংশ হোক। কিন্তু নেহরু সেটি ভাগ করে দিয়েছিলেন।'

এর জবাবে খাড়গে বলেন, 'মোদীজি ও অমিত শাহ বারবার বলতে থাকেন যে, কংগ্রেস নাকি সর্দার প্যাটেলের কোনও কথাতেই পাত্তা দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা। নেহরু ও প্যাটেলের মধ্যে পারস্পরিক সম্মানের সম্পর্ক ছিল। মোটেও খারাপ সম্পর্ক ছিল না। ওঁরা একে অপরকে শ্রদ্ধা করতেন।'

POST A COMMENT
Advertisement