scorecardresearch
 

বুধে বারাণসী যাচ্ছেন মমতা, অংশ নেবেন অখিলেশের সমাবেশে

বিধানসভা ভোটে, উত্তরপ্রদেশে বিজেপি (BJP) হারুক, এমনটাই তাঁর ইচ্ছা বলে প্রকাশ্যেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি চাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জিতুক। বিজেপি হারুক। আমি চাই বিজেপি বিরোধী সমস্ত দলই অখিলেশের দলকে সমর্থন করুন।' 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মোট ৩ দিনের সফর
  • ৪ তারিখ ফিরবেন কলকাতায়

আগামীকাল ২ মার্চ উত্তরপ্রদেশের বারাণসী যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গা আরতিতে অংশ নেবেন তিনি। এরপর ৩ তারিখ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে একটি সমাবেশে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ারও কথা রয়েছে তাঁর। সমস্ত কর্মসূচি সেরে ৪ মার্চ কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী। 

অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণে এর আগেও উত্তরপ্রদেশে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভার্চুয়াল সভা করেন মমতা। বিজেপিকে হঠাতে উত্তরপ্রদেশের মানুষকে অখিলেশ যাদবকে সমর্থন করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের হয়ে তিনি বলেছিলেন,'উত্তরপ্রদেশের বিজেপি হারলে দেশেও বিজেপি হারবে।' 

এমনকি বাংলা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিলে শিল্পের কথাও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন,'অখিলেশ যাদব জিতলে বাংলা ও উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমার একসঙ্গে পর্যটন শিল্পে উন্নতি করতে পারব।'

আর শুধু তাই নয় বিধানসভা ভোটে, উত্তরপ্রদেশে বিজেপি (BJP) হারুক, এমনটাই তাঁর ইচ্ছা বলেও প্রকাশ্যেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি চাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জিতুক। বিজেপি হারুক। আমি চাই বিজেপি বিরোধী সমস্ত দলই অখিলেশের দলকে সমর্থন করুন।' 

আরও পড়ুনমানবদেহে কোন অংশের প্রতি ২ মাসে পরিবর্তন হয়, জানেন?


 

Advertisement