Man Raped Stray Dog: রাস্তার কুকুরকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলল যুবক, নয়ডায় হাড়-হিম ঘটনা

রাস্তার কুকুরকে ধর্ষণ করে বাড়ির তিনতলা থেকে ফেলে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। ওই ব্যক্তির এই কুকর্ম দেখে ফেলেন এক প্রতিবেশী ব্যক্তি।

Advertisement
রাস্তার কুকুরকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলল যুবক, নয়ডায় হাড়-হিম ঘটনা
হাইলাইটস
  • রাস্তার কুকুরকে ধর্ষণ করে বাড়ির তিনতলা থেকে ফেলে দিল এক ব্যক্তি
  • আহত কুকুরটিকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে

রাস্তার কুকুরকে ধর্ষণ করে বাড়ির তিনতলা থেকে ফেলে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। ওই ব্যক্তির এই কুকর্ম দেখে ফেলেন এক প্রতিবেশী ব্যক্তি। তারপরই কুকুরটিকে তিনতলা থেকে ফেলে দেয় সোনবীর নামের ওই অভিযুক্ত। সোনবীরের বাড়িত উত্তরপ্রদেশের মথুরাতে। গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে থাকে সে।

অভিযোগ, বুধবার গভীর রাতে সোনবীর একটি রাস্তার কুকুরকে ধরে নিজের ঘরে নিয়ে যায়। এরপর কুকুরটিকে বেঁধে ধর্ষণ করে। পাশের বাড়ির এক দম্পতি ঘটনাটি লক্ষ্য করে আশপাশের সকলকে জানান। তারপরই ওখানে ভিড় জমে যায়। ভিড় দেখে সোনবীর কুকুরটিকে ছাদে নিয়ে গিয়ে নীচে ফেলে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও সোনবীরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা সম্পর্কিত প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গুরুতর আহত কুকুরটিকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

POST A COMMENT
Advertisement