ময়নাতদন্তের জন্য রাখা একটি মৃতদেহের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গা ঘিনঘিনে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরের খাকর কমিউনিটি হেলথ সেন্টারের অন্দরে। জানা গিয়েছে, ঘটনাটি বছরখানেক আগের। সম্প্রতি CCTV ফুটেজ প্রকাশ্যে আসতে তা ধরা পড়েছে। অভিযুক্তকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ASP অন্তর সিং কানেশ বলেন, 'গত ৭ অক্টোবর কমিউনিটি হেলথ সেন্টারের মেডিক্যাল অফিসার ডা: আদ্য দাওয়ার একটি FIR দায়ের করেছেন। তিনি সম্প্রতি ওই প্রকাশ্যে আসা CCTV ফুটেজও দেখেছেন।' জানা গিয়েছে, ২০২৪ সালের ১৮ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের জন্য স্ট্রেচারে শায়িত একটি মহিলার মরদেহ টেনে নিয়ে গিয়ে আড়াতে যৌন নিগ্রহ করে ওই যুবক। অভিযোগ এমনটাই। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.
ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক কমিউনিটি হেলথ সেন্টারের অন্দরে স্ট্রেচার থেকে এক মহিলার মরদেহ টেনে নামিয়ে আনছে। মেডিক্যাল অফিসারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে SP দেবেন্দ্র পাতিদার এবং SDO নির্ভয় সিং আলাওয়া ও SHO অভিষেক যাদবের টিম ২৫ বছরের নীলেশ ভিলালা নামে ওই অভিযুক্তকে চিহ্নিত করে। জানা গিয়েছে, অভিযুক্ত ভউরোঘাট এলাকার তাঙ্গিয়াপাত গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময়ে নিজের দোষও স্বীকার করেছে সে। বুরহানপুরে স্থানীয় আদালতে তোলা হয় তাকে। কীভাবে সেই যুবক ময়নাতদন্তের জন্য রাখা ওই মরদেহ পর্যন্ত পৌঁছতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে।