Manipur Violence: নতুন করে হিংসা মণিপুরে, ব্যাপক গোলাগুলিতে মৃত ৩

আজ ভোরে মণিপুরের উখরুল জেলায় নতুন করে হিংসা শুরু হয়েছে। ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মণিপুরের উখরুল জেলার থোয়াই কুকি গ্রামে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে, যার ফলে তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

Advertisement
নতুন করে হিংসা মণিপুরে, ব্যাপক গোলাগুলিতে মৃত ৩ফাইল ছবি।
হাইলাইটস
  • আজ ভোরে মণিপুরের উখরুল জেলায় নতুন করে হিংসা শুরু হয়েছে।
  • ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

আজ ভোরে মণিপুরের উখরুল জেলায় নতুন করে হিংসা শুরু হয়েছে। ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, মণিপুরের উখরুল জেলার থোয়াই কুকি গ্রামে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে, যার ফলে তিনজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, আজ সকালে গ্রাম থেকে ভারী গুলির শব্দ শোনার পর তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শীঘ্রই গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে তাঁদের মৃতদেহ খুঁজে পায়। নিহতরা হলেন জামখোগিন হাওকিপ (২৬), থাংখোকাই হাওকিপ (৩৫) এবং হলেনসন বেইট (২৪)। হিংসা বিধ্বস্ত মণিপুর যেখানে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি 'উপজাতি সংহতি মার্চ' সংগঠিত হওয়ার পরে ৩ মে জাতিগত সংঘর্ষ শুরু হয়।

হিংসা শুরু হওয়ার পর থেকে ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর পুলিশ ছাড়াও প্রায় ৪০ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement