নিগম বোধ ঘাটে পঞ্চভূতে বিলীন হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে সমস্ত রাজনৈতিক নেতানেত্রীরা।
Manmohan Singh Last Rites:
নিগম বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন।
#WATCH | Last rites of former Prime Minister #DrManmohanSingh performed with full state honours at Nigam Bodh Ghat in Delhi.
— ANI (@ANI) December 28, 2024
(Source: DD News) pic.twitter.com/P69QVWMSyd
শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi pays his last respects to former Prime Minister #DrManmohanSingh at Nigam Bodh Ghat
— ANI (@ANI) December 28, 2024
(Source: DD News) pic.twitter.com/0Uc3KUhKfg
শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের।
#WATCH | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi pays his last respects to former Prime Minister #DrManmohanSingh at Nigam Bodh Ghat.
— ANI (@ANI) December 28, 2024
(Source: DD News) pic.twitter.com/Kyq67JzALB
#WATCH | Delhi: CPP Chairperson Sonia Gandhi pays her last respects to former Prime Minister #DrManmohanSingh at Nigam Bodh Ghat, where his last rites will be performed. pic.twitter.com/lYkFIg9Yht
— ANI (@ANI) December 28, 2024
দিল্লির নিগম বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
#WATCH | President Droupadi Murmu arrives at Nigam Bodh Ghat in Delhi to pay her last respects to former Prime Minister #DrManmohanSingh
— ANI (@ANI) December 28, 2024
(Source: DD News) pic.twitter.com/bEIFkZzjpb
নিগমবোধ ঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী
মনমোহন সিংকে শেষশ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
নিগমবোধ ঘাটে আনা হল মরদেহ
নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হল মনমোহন সিংয়ের মরদেহ। একটু পরেই শেষকৃত্য করা হবে।
শেষযাত্রায় মনমোহন
নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে মনমোহন সিংয়ের মরদেহ। এখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
মনমোহনের শেষকৃত্যে থাকবেন মোদী
সকাল পৌনে ১২টা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে মনমোহন সিংয়ের। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেস সদর দফতরে শায়িত মরদেহ
কংগ্রেসের সদর দফতরে শায়িত রাখা হয়েছে মনমহোন সিংয়ের মরদেহ। রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
শেষযাত্রায় মনমোহন সিং
কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে মনমোহন সিংয়ের মরদেহ। কংগ্রেস দফতরে রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ অনেকে।
একটু পরেই শুরু শেষযাত্রা
সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দফতর থেকে শুরু হবে মনমোহন সিংয়ের শেষযাত্রা। সকাল পৌনে ১২টা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
কংগ্রেস দফতরে আনা হবে মরদেহ
সকাল ৮টায় মনমোহনের মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে কংগ্রেসের কর্মী-সমর্থকরা তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
আজ শেষকৃত্য
শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে মনমোহন সিংয়ের। সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দফতর থেকে শুরু হবে শেষযাত্রা। সকাল ৮টায় মনমোহনের মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে কংগ্রেসের কর্মী-সমর্থকরা তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল পৌনে ১২টা নাগাদ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে রাজনীতি
মনমোহন সিংয়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে রাজনীতি হচ্ছে বলে দাবি কংগ্রেসের। রাজঘাটে শেষকৃত্যের অনুমতি মেলেনি। তার জায়গায় নিগম বোধ ঘাটে হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য। কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে।শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল বলেছেন, 'বিস্ময়কর এবং অবিশ্বাস্য! এটা অত্যন্ত নিন্দনীয় কেন্দ্র তাঁর শেষকৃত্য সম্পন্ন করার জন্য রাজঘাটে জায়গা দিল না। যেখানে তাঁর স্মরণে একটি ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করা যেতে পারে।"
বৃহস্পতিবার রাতে জীবনাবসান
বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের ২ বারের প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে দিল্লি এমসের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী সরকার। সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ অনেকে।